shono
Advertisement

Breaking News

বেলেঘাটা আইডি হাসপাতালের ছাদ থেকে ‘মরণঝাঁপ’ রোগীর

আত্মহত্যার দাবি খারিজ মৃতের পরিবারের৷ The post বেলেঘাটা আইডি হাসপাতালের ছাদ থেকে ‘মরণঝাঁপ’ রোগীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:45 PM Nov 20, 2018Updated: 03:10 PM Nov 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে রোগীর রহস্যমৃত্যু৷ আর তা নিয়ে উত্তেজনা ছড়াল বেলেঘাটা আইডি হাসপাতালে৷ হাসপাতালের নিচ থেকে মেডিসিন বিভাগের ওই রোগীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়৷ বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মারা যান তিনি৷ ওই রোগীর দেহ নীলরতন সরকার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি৷ যদিও তাঁর পরিজনেরা এই দাবি মানতে নারাজ৷ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী কীভাবে ছাদে উঠলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Advertisement

চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের

দীর্ঘদিন ধরেই বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগে ভরতি ছিলেন ওই রোগী৷ হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখা যায় তাঁকে৷ ওই রোগীকে উদ্ধারের সময় রক্তে ভেসে যাচ্ছিল গোটা দেহ৷ মাথাতেও ছিল গভীর ক্ষতচিহ্ন৷ উদ্ধারের পর তড়িঘড়ি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শুরু হয় তাঁর৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ হাসপাতালেই প্রাণ হারান ওই ব্যক্তি৷ নীলরতন সরকার হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

[‘বিজেপি মিটিং-মিছিলের অনুমতি পেলেও, পাচ্ছে না সিপিএম’, অভিযোগ সূর্যর]

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই রোগী৷ যদিও কীভাবে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী ছাদে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠছে৷ কেনই বা তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, উঠছে সেই প্রশ্নও৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই মেডিসিন বিভাগে ভরতি থাকার ফলে ওই রোগী মানসিক অবসাদে ভুগছিলেন৷ সেই অবসাদ থেকেই আত্মহননের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ তবে ঢিলেঢালা নিরাপত্তার বিষয়টিতে মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের৷  রোগীর পরিবারের পালটা দাবি, আত্মহত্যা নয়৷ এই ঘটনার নেপথ্যে হয় তো অন্য কোনও রহস্য রয়েছে৷ পুলিশ দু’পক্ষের দাবিই উড়িয়ে দিচ্ছে না৷ রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছেন আধিকারিকরা৷ ইতিমধ্যেই হাসপাতালের চিকিৎসক এবং কর্মীদের সঙ্গে কথাও বলেছেন তাঁরা৷ মৃতের পরিজনদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা৷ তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত রোগীমৃত্যুর জট কাটা সম্ভব নয় বলেই দাবি তদন্তকারীদের৷ 

The post বেলেঘাটা আইডি হাসপাতালের ছাদ থেকে ‘মরণঝাঁপ’ রোগীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement