shono
Advertisement

Breaking News

বরফে জমে যাওয়া মৃত মাছের সারি দেখতে ভিড় পর্যটকদের

সমালোচনার মুখে পড়ে দরজা বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ The post বরফে জমে যাওয়া মৃত মাছের সারি দেখতে ভিড় পর্যটকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 PM Nov 28, 2016Updated: 02:45 PM Nov 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরফের স্তরে স্তরে জমে আছে প্রায় ৫০০০ হাজার মৃত মাছ৷ যেমন তেমন করে নয়, যেন কেউ থরে থরে সাজিয়ে রেখেছে৷ আর সেই মাছ দেখতেই ভিড় জমালেন পর্যটকরা৷

Advertisement

ঘটনা জাপানে৷ এভাবেই স্কেটিং রিঙ্কটি সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ মরা মাছ এমনকী অন্যান্য জলজ প্রাণীদের উপর দিয়ে যাতে স্কেট করতে পারে মানুষ, তারই ব্যবস্থা ছিল এটি৷ সাজিয়ে গুছিয়ে তারপরই খুলে দেওয়া হয় রিঙ্ক৷ বরফের উপর মরা মাছের সারি দেখতে ভিড় জমায় বহু মানুষ৷

কিন্তু কর্তৃপক্ষর এই ভাবনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে৷ প্রাকৃতিক কারণেই মাছগুলি মৃত হলেও, তা দেখতে মানুষের ভিড় জমানোয় উঠছে নানা প্রশ্ন৷ কেউ কেউ বলছেন, এমন একটা  সময়ে কর্তৃপক্ষর দরজা খোলা উচিত হয়নি৷ এটি নৈতিকতার প্রশ্ন৷ তাছাড়া বহু শিশুরাও রিঙ্কে আসে৷ সেক্ষেত্রেও একটি বিরূপ প্রভাব পড়তে পারে শিশুমনে৷ তবে সমালোচনার মুখে পড়ে দরজা বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷

The post বরফে জমে যাওয়া মৃত মাছের সারি দেখতে ভিড় পর্যটকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement