shono
Advertisement

Breaking News

বারবার প্রেমে পড়ার কারণ একাকীত্বই, দাবি মনোবিদদের

আপনিও কি বারবার প্রেমে পড়েন? The post বারবার প্রেমে পড়ার কারণ একাকীত্বই, দাবি মনোবিদদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:31 PM May 31, 2018Updated: 07:46 PM May 31, 2018

মণিদীপা কর: প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে৷ জীবনে কখনও প্রেমে পড়েননি, এমন মানুষ মেলা ভার৷ কিন্তু, সেই প্রেম কী আর জীবনভর স্থায়ী হয়! বরং আজকের এই ব্যস্ত সময়ে প্রতিনিয়তই চলে ভাঙা-গড়ার খেলা৷ প্রেম-বিরহের খেলায় মেতে ওঠেন অপ্রাপ্তবয়স্ক, বিবাহিত, এমনকী ডির্ভোসিরাও৷ আবার প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন অনেকে৷ মনোরোগ বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই বলছেন৷

Advertisement

[OMG! বিবাহবিচ্ছেদ অকালে মৃত্যুকে ডাক দেয়, কী বলছেন বিশেষজ্ঞরা?]

বারবার প্রেমে পড়া খারাপ নয়৷ কিন্তু, কার প্রেমে পড়ছেন? সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা চরিত্রগতভাবে আবেগপ্রবণ মানুষ৷ কল্পনার জগতে থাকতে ভালবাসেন৷ তাঁরাই ঘন ঘন প্রেমে পড়েন৷ আবার টিভি সিরিয়ালে পরকীয়া প্রেম কিংবা একই ব্যক্তির একাধিক বিয়ে দেখেও অনেকে হুটহাট প্রেমে পড়ে যান৷ আর সেই প্রেম এতটাই দুর্বার হয়ে ওঠে, পছন্দের মানুষটির যোগ্যতা যাচাই করার অবকাশও মেলে না৷ ফলে স্বপ্নভঙ্গের আশঙ্কাও থাকে ষোলোআনা৷ ট্রেন্ড অবশ্য বলছে, একজনের সঙ্গে জীবনভর ভালবাসার সম্পর্কে জড়িয়ে থাকাটাই একেবারেই নাপসন্দ আধুনিক তরুণ-তরুণীদের৷ জীবনে সবসময়ই বৈচিত্র্য খুঁজতে ভালবাসেন তাঁরা৷ তাই মোবাইলের বদলের মতোই বদলে ফেলেন মুঠোয় ধরা সঙ্গীর হাতটিও।

[ম্যাট্রিমনিয়াল সাইটে জীবনসঙ্গী খুঁজছেন? এই বিষয়গুলি মাথায় রাখছেন তো?]

কিন্তু, শুধুই কী বৈচিত্র্যের টানেই ঘন ঘন সঙ্গীবদল?  সমীক্ষা চালিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কেরিয়ারের প্রতিযোগিতা যত বাড়ছে, মানুষ তত বেশি একা হয়ে পড়ছে৷ বাড়ছে প্রেমের করার প্রবণতাও৷ এক্ষেত্রে শরীরও একটি বড় ফ্যাক্টর বলে মনে করছেন কেউ কেউ৷ তাঁদের মতে, যাঁরা শরীরের উত্তাপ পাওয়ার আশা প্রেমে ডুব দেন, চাহিদা পূরণ না হলে ফের নতুন প্রেমিক বা প্রেমিকার সন্ধান করতে দু’বার ভাবেন না তাঁরা৷ আবার যাঁরা নাগরিক জীবনের যন্ত্রণা নিয়ে গবেষণা করেন, তাঁদের মতে, অনেকের কাছে প্রেমটা নিছকই জীবনের স্বাদ বদলের একটি উপায়৷ সেইসব বেপরোয়া প্রেমিকা বা প্রেমিকার সাফ কথা, ‘প্রতিদিন বিরিয়ানি খাওয়ার পর স্বাদ বদলাতে ফেনা ভাতই অমৃত।’ তাই প্রেম ভেঙে গেলেও বিশেষ কাতর হন না তাঁরা৷ সোজা কথায়, ব্যস্ত জীবনে বদলে যাচ্ছে প্রেমও।

[গোপনে আপনাকে হিংসে করছে কেউ? বুঝবেন কীভাবে?]

The post বারবার প্রেমে পড়ার কারণ একাকীত্বই, দাবি মনোবিদদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement