আজকের দিনে শরীর-স্বাস্থ্যের খেয়াল যাঁরা রাখেন না, বছরভর তাঁদের ঘিরে থাকে নানাবিধ রোগ-ব্যধি। ফিটনেস-সচেতন যদি হন, নিতে চান স্বাস্থ্য বিমার ভরপুর সুযোগ-সুবিধা, তাহলে আপনার সেরা চয়েস হতে পারে অ্যাক্টিভ ওয়ান। তথ্য সংকলনে টিম সঞ্চয়।
Activ One নামে একটি বিশেষ হেলথ ইনসিওরেন্স প্ল্যান চালু করেছে আদিত্য বিড়লা গ্রুপের স্বাস্থ্য বিমা সংস্থা। একইসঙ্গে একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য পাবেন গ্রাহকরা, জানিয়েছেন কর্তৃপক্ষ। সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার, শ্রী ময়াঙ্ক বাথওয়াল মনে করেন, বিভিন্ন সুবিধা গ্রাহকদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে এই প্ল্যানটির মাধ্যমে। সাতটি ‘ভেরিয়েন্ট’ একসঙ্গে পাবেন তঁারা।
প্ল্যানের প্রধান বৈশিষ্ট্যগুলি হল
১০০ হেলথ রিটার্ন: এখানে পলিসি হোল্ডাররা নিজেদের প্রিমিয়ামের পুরোটা ফিরে পাবেন (যদি স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করেন)। রিনিউয়াল প্রিমিয়াম এবং নন-মেডিক্যাল খরচ সংক্রান্ত সুবিধা পেতে পারেন তঁারা।
[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]
ক্লেম প্রোটেক্ট: নথিভুক্ত নন-মেডিক্যাল খরচ (হসপিটালাইজেশন সংক্রান্ত) কভার করা হবে। এই খরচের মধে্য পড়বে ফেস মাস্ক, গ্লাভস, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি।
সাব লিমিট নেই : রুম রেন্ট বা আইসিইউ সম্বন্ধীয় খরচের উপর কোনও সাব লিমিটের ক্যাপিং নেই। এছাড়াও বিশেষ কিছু চিকিৎসা পদ্ধতি (যেমন রোবোটিক সার্জারি) সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারেন গ্রাহকরা।
সুপার রিলোড: কোনও লিমিট ছাড়া রিফিলের সুবিধা থাকবে (শর্তাধীনভাবে) পলিসি ইয়ারের জন্য। তাই গ্রাহকদের ক্ষেত্রে হেলথ কভার শেষ হয়ে যাবে, এমন চিন্তা থেকে মুক্তি পেতে পারেন তঁারা।
[আরও পড়ুন: জি-২০ সম্মেলন পণ্ড করতে চিনা ষড়যন্ত্র! বড়সড় সাইবার হানা প্রতিহত করল ভারত]
সুপার ক্রেডিট: সকলেই জানেন, মুদ্রাস্ফীতি কি প্রবলভাবে উপস্থিত রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। এখানে সাম ইনসিয়র্ড ছয় গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার সুযোগ আছে (পলিসির ষষ্ঠ বছর পর্যন্ত)। এর জন্য অালাদা প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন হবে না, আর ক্লেম হলেও ব্যতিক্রম ঘটবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ময়াঙ্ক বাথওয়ালের বয়ানে–
‘আমাদের হেলথ রিটার্নসের বিষয়টি গ্রাহকদের যথার্থ মনোযোগ সহকারে দেখা উচিত। পলিসি হোল্ডাররা পুরো প্রিমিয়াম পেতে পারেন যদি কয়েকটি শর্ত পালন করেন তাঁরা। নির্দিষ্ট কিছু ফিটনেস সংক্রান্ত কার্যকলাপ আছে, আমরা চাই সেগুলি নিয়মিত করে চলুন তঁারা। মনে রাখতে হবে, আমাদের এই অ্যাক্টিভ ওয়ান প্ল্যানের ক্ষেত্রে বয়সজনিত বাধা নিয়ে বিশেষ কড়াকড়ি নেই, তাই গ্রাহকরা নিশ্চিন্তে থাকতে পারেন। এ যুগের গ্রাহকদের অনেকেই খুব স্বাস্থ্য সচেতন। তঁাদের জন্য তো বটেই, প্ল্যানটি সমস্ত শ্রেণির পলিসি হোল্ডারদের জন্যও উপযোগী।’
এই মুহূর্তে আদিত্য বিড়লা হেলথ ইনসিওরেন্স দেশের প্রায় ৫,০০০ জায়গায় উপস্থিত। ২০১৬ সালে শুরু করে সংস্থাটি আজ লক্ষাধিক ডিরেক্ট সেলিং এজেন্ট এবং বিভিন্ন পার্টনারদের সাহাযে্য ব্যবসা সম্প্রসারণ করেছে।