স্মল ক্যাপে লগ্নি নিয়ে আগ্রহের কমতি নেই। ভাল, ভাল স্মল ক্যাপ স্টকের দৌলতে হালে সুযোগের বাজারও বেশ তুঙ্গে। তবে যে কোনও পথে পা বাড়ানোর আগেই খুঁটিনাটি জেনে ঠ নেওয়াটা দরকার। তাই স্মল ক্যাপে বিনিয়োগ যাঁরা করতে উৎসুক, তাঁদের জন্য তথ্য সাজালেন নীলাঞ্জন দে
স্মল ক্যাপ প্রকল্পে এককালীন লগ্নি বা নিয়মিত SIP করার কথা ভাবছেন আর একই সঙ্গে নিজেকে বেশ ভাল রকম ডাইভার্সিফায়েডও রাখতে চান? অসুবিধা নেই, আপনার ভাবনা একদম যথাযথ। আজকের পেশাদার আডভাইজাররা আপনার জন্য কেবল স্মল ক্যাপের ভিত্তিতে উপযুক্ত পোর্টফোলিও তৈরি করে দিতে পারেন। গড়পড়তা স্মল ক্যাপ প্রকল্প এখন যথেষ্ট ডাইভার্সিফায়েড, আর এমন হওয়ার কারণও রয়েছে। আজ কত রকম নতুন ব্যবসায়িক মডেল উঠে আসছে, অনেক ধরণের আইপিও হচ্ছে। এগুলোর পেছনে অনেক সময়ই ছোট সংস্থার হাত আছে, ইনভেস্টরদের তাতে খুব সুবিধা। তাঁদের জন্য বিনিয়োগের সুযোগ বাড়ছে, আর ভাল স্মল ক্যাপ স্টকের দৌলতে তেমন সুযোগের বাজার এই মুহূর্তে বেশ গরম।
আজকের দিনে ইনভেস্টরদের সামনে নানা গোত্রের স্মল ক্যাপ ফান্ড আছে। ঝুঁকির ধরণ (মানে রিস্কের চরিত্র) কিন্তু একে অপরের থেকে অনেকটাই আলাদা হতে পারে, মনে রাখবেন। তবে দীর্ঘমেয়াদে বেশি রিটার্নের সম্ভাবনাও আছে, তাই বিনিয়োগকারীরা বা তাঁদের পরামর্শদাতারা রিস্ক-রিটার্নের বাস্তবতাটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখেন।
ছবিটা একটু খুঁটিয়ে দেখা যাক। এখনকার পোর্টফোলিওগুলো বিশ্লেষণ করলে মোটামুটি দু’টি বিশেষ শ্রেণিতে স্মল ক্যাপ ভাগ করা যায়–
* তুলনামূলকভাবে কম অস্থির, স্মল-ক্যাপের বিভিন্ন সেক্টরের ‘‘লিডার’’ জাতীয় কোম্পানি। এগুলোর একটা বড় অংশ নিজেদের ব্যবসায় পুরোনো প্লেয়ার।
* তুলনামূলকভাবে নতুন প্রজন্মের কোম্পানি। নানা জাতীয় টেকনোলজি নির্ভর ব্যবসা করে, বাজারে খুব বেশি দিন না থেকেও নাম করেছে। অস্থিরতা বেশি।
এই ভাবে বোঝানো যেতে পারে। মিড-টু-লোয়ার স্মল ক্যাপ আছে এক দিকে। আর অন্য দিকে আছে (হয়তো বেশি ঝুঁকিপূর্ণ) ছোট মাপের কোম্পানি। এই দুইয়ের ঝুঁকির প্রোফাইল কিছুটা হলেও আলাদা।
এবার প্রশ্ন –কী দেখে অভিমত প্রকাশ করবেন সাধারণ লগ্নিকারী? কীসের ভিত্তিতে স্মল ক্যাপ কিনবেন? তার জন্য দু’টি সূত্র তুলে দিলাম, পড়ে নিন।
এক, শুধু ফান্ডের ক্যাটাগরি দেখে আর কেবল নামের ওপর ভরসা রেখে কেনার সিদ্ধান্ত নেবেন না।
দুই, SIP শুরু করার আগে (অথবা তা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে) পোর্টফোলিওর দিকে তাকান। স্টক ওয়েটেজ কেমন? কনসেন্ট্রেশন আছে কি? কোন সেক্টরের জন্য বরাদ্দ বেশি, অথবা কোথায় তা কম?
এবার প্রধান প্রশ্ন : ফান্ডটি সত্যিই আপনার ঝুঁকিবোধ ও দীর্ঘমেয়াদি লক্ষ্যের সঙ্গে কি মানানসই হয়েছে? শুধু আগেকার রিটার্নের নিরিখে কেনার সিদ্ধান্ত নেবেন না। চার্ট দেখুন, নানারকম স্মল ক্যাপ ফান্ডের সর্বশেষ পরিসংখ্যান দেওয়া হল।
