shono
Advertisement
Gold Price Today

নতুন বছরে সোনার দামে রেকর্ড লাফ, বিয়ের গয়না কিনতে গিয়ে মধ্যবিত্তের মাথায় হাত!

2 January 2026 Gold Rate in Kolkata: পকেটে টান পড়ার আশঙ্কায় ক্রেতারা!
Published By: Buddhadeb HalderPosted: 05:12 PM Jan 02, 2026Updated: 06:39 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারিতে বিয়ের সানাই বাজার আগেই হু হু করে বাড়ছে হলুদ ধাতুর দাম। বছরের শুরুতে সোনার বাজারে আগুন। ২ জানুয়ারি কলকাতা-সহ সারা দেশে সোনার দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। ১৮, ২২ এবং ২৪—তিন ধরনের ক্যারাটেই দামের গ্রাফ উর্ধ্বমুখী। যারা বিয়ের গয়না গড়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই খবর বেশ উদ্বেগের বইকি!

Advertisement

প্রতীকী ছবি

১৮ ক্যারাট সোনার হালহকিকত
কলকাতায় ১৮ ক্যারাট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১০,২১৫ টাকা। প্রতি গ্রামে দাম বেড়েছে ৮৬ টাকা। আপনি যদি ১০ গ্রাম সোনা কিনতে চান, তবে আজ আপনাকে খরচ করতে হবে ১,০২,১৫০ টাকা।

২২ ক্যারাট সোনার নতুন দাম
গয়না তৈরির জন্য সবচেয়ে জনপ্রিয় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২,৪৮৫ টাকা। অর্থাৎ গ্রাম প্রতি ১০৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এই মানের ১০০ গ্রাম সোনার দাম আজ ১২,৪৮,৫০০ টাকায় পৌঁছেছে।

প্রতীকী ছবি

২৪ ক্যারাট বা খাঁটি সোনার দর
বিনিয়োগের জন্য যারা ২৪ ক্যারাট সোনা পছন্দ করেন, তাঁদের আজ ১ গ্রামের জন্য গুনতে হবে ১৩,৬২০ টাকা। গ্রাম প্রতি ১১৪ টাকা দাম বেড়েছে। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩৬,২০০ টাকা।

বিয়ের মরশুম। গয়না কেনার লম্বা তালিকার মাঝে সোনার এই মহার্ঘ্য রূপ সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শহর থেকে গ্রাম—সোনার দোকানে ভিড় থাকলেও দাম শুনে অনেকেই পিছিয়ে আসছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারের অস্থিরতার কারণেই দামের এই আকস্মিক বদল। তাই কেনাকাটার আগে আজকের সঠিক দর জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৮, ২২ এবং ২৪—তিন ধরনের ক্যারাটেই দামের গ্রাফ উর্ধ্বমুখী।
  • সোনার দোকানে ভিড় থাকলেও দাম শুনে অনেকেই পিছিয়ে আসছেন।
  • কেনাকাটার আগে আজকের সঠিক দর জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
Advertisement