সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়যোগ্য হওয়ার পর থেকে অনেকেই নানা রকম বিমা করান। এমনকী ছোট ব্যবসা হোক বা ব্যক্তিগত প্রয়োজন, সবক্ষেত্রেই আমরা বেশি রিটার্ন আশা করি। কোন বিমা প্রকল্পে গেলে ভালো রিটার্ন পাবেন কিংবা নানারকম সুযোগ-সুবিধা মিলবে তা আগেভাগে জানা দরকার।
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি জীবন বিমা সংস্থা এজিয়াস ফেডারেল লাইফ ইনস্যুরেন্স। সম্প্রতি মুথুট মাইক্রোফিন লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্য দিয়ে সারা দেশে জীবন বিমা পরিষেবা এবার আরও সহজলভ্য হয়ে উঠতে চলেছে।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে উদ্যোগপতি থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও লাভবান হতে চলেছেন। শহুরে এবং গ্রামীণ বাজার উভয় ক্ষেত্রেই আর্থিক সুরক্ষা শক্তিশালী হবে।
মুথুট মাইক্রোফিনের প্রায় ৭৮ শতাংশ শাখা মেট্রো নয় এমন অঞ্চলে অবস্থিত। তাই এই অংশীদারিত্ব ভারতের বিমা প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। মুথুট মাইক্রোফিনের গৃহ ঋণ, ব্যবসা ঋণ এবং এসএমই ঋণের সুযোগ সুবিধাগুলির সঙ্গে এজিয়াস ফেডারেল লাইফ ইনস্যুরেন্স-এর সুবিধাও গ্রাহকরা এবার থেকে পাবেন।
মুথুট মাইক্রোফিন-এর এমডি ও সিইও শ্রী সাদাফ সায়ীদ জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা অন্যান্য আর্থিক সুবিধার সঙ্গে বিমাকেও যুক্ত করতে পারবেন। এতে তাদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে।
এজিয়াস ফেডারেল লাইফ ইনস্যুরেন্স-এর এমডি ও সিইও শ্রী জুড গোমেস বলেন, এই উদ্যোগটি 'ইনস্যুরেন্স ফর অল ফর ২০৪৭' লক্ষ্যে তৈরি হয়েছে। এর ফলে উদীয়মান এবং পরিষেবা-বঞ্চিত বাজারগুলিতে জীবন বিমা সহজলভ্য হবে। এই অংশীদারিত্বের মাধ্যমে নাগরিকরা সুবিধাজনকভাবে প্রয়োজনীয় বিমা পণ্য হাতের কাছেই পাবেন। এর ফলে গ্রাম থেকে মফস্সল কিংবা শহর সব জায়গাতেই মানুষ আর্থিক নিরাপত্তা ও সমৃদ্ধি লাভ করবেন।
