shono
Advertisement
Dhanteras 2025

লাভবান হতে ধনতেরাসের আগেই কিনে রাখুন সোনা, দাম ছাড়াবে ১.৪৫ লাখের কাছাকাছি

সঞ্চয়ে রাখলে বিনিয়োগকারীদের বেশি রিটার্ন মেলার সম্ভাবনা!
Published By: Buddhadeb HalderPosted: 06:40 PM Oct 07, 2025Updated: 06:40 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই বছর ১৮ অক্টোবর, শনিবার পড়েছে ধনতেরাস। এই দিনটি আসলে দেবী ধনলক্ষ্মী ও ধনদেবতা কুবেরের পুজোয় মেতে ওঠার দিন। নিয়ম মেনে এই বিশেষ দিনে সোনা রূপো কিনলে মা লক্ষ্মী সংসারে স্থায়ী হন। তাঁর আশীর্বাদে সংসারে সমৃদ্ধি বাড়ে। এই বিশ্বাস থেকেই এদিন মূল্যবান ধাতু কেনার চল রয়েছে ঘরে ঘরে। অবশ্য শুধু ধনতেরাস নয়, গোটা মাস জুড়েই পছন্দের জিনিস ঘরে তোলা যেতে পারে। সাধারণত, এই সময় সকলেই চান সোনা কিনে রাখতে। অনেকেই সারা বছর ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করে রাখেন সোনা কেনার জন্য।

Advertisement

কিন্তু গত কয়েক মাসে লাফিয়ে বেড়েছে সোনার দাম। আজকের হিসেবে ২২ ক্যারেট– প্রতি ১০ গ্রাম সোনার দাম ১১১৮৫০ টাকা। গতকালের থেকে ১১৫০ টাকা দাম বাড়ল। ২৪ ক্যারেট– প্রতি ১০ গ্রাম সোনার দাম ১২২০২০ টাকা। গতকালের থেকে ১২৫০ টাকা বাড়ল। ১৮ ক্যারেট– প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯১৫২০ টাকা। গতকালের থেকে ৯৪০ টাকা বাড়ল। এহেন পরিস্থিতে সাধারণ ক্রেতাদের মধ্যে চিন্তার ভাঁজ তৈরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনিশ্চয়তার হাত থেকে রেহাই পেতে এখনই সোনাতে বিনিয়োগ করার সঠিক সময় বলে মনে করছেন অনেকেই।

গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী, মূল্যবৃদ্ধির হার যদি এভাবে বজায় থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে এই দাম শীঘ্রই ৪৫০০ ডলারে পৌঁছবে। ভারতীয় মূল্যে এই দাম প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকার সমান। ১ জানুয়ারি ২০২৫-এ সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৭৭,৬০০ টাকা। বেড়েছে ৪৫,৭০০ টাকা। সবচেয়ে দ্রুত গতিতে মূল্য বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে সেপ্টেম্বরে। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দাম বেড়ে দাঁড়িয়েছে ২৫,৩০০ টাকা।

গত কুড়ি বছরে সোনার দাম দ্রুত গতিতে বেড়েছে। ২০০৫ সালে ৭০০০ টাকা থেকে বেড়ে সোনার দাম ২০২৫-এ হয়েছে ১,২৩,৩০০ টাকা প্রতি ১০ গ্রাম। এই বৃদ্ধির হার প্রায় ১৬৬১ শতাংশেরও বেশি। বর্তমান পরিস্থিতে সোনার দাম আরও বাড়তে পারে। তাই, আগেভাগে এখনই কিনে রাখুন সোনা। সঞ্চয়ে রাখলে বিনিয়োগকারীদের বেশি রিটার্ন মেলার সম্ভাবনা মিলবে ভবিষ্যতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই বছর ১৮ অক্টোবর, শনিবার পড়েছে ধনতেরাস।
  • এখনই সোনাতে বিনিয়োগ করার সঠিক সময় বলে মনে করছেন অনেকেই।
  • গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী, মূল্যবৃদ্ধির হার যদি এভাবে বজায় থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে এই দাম শীঘ্রই ৪৫০০ ডলারে পৌঁছবে।
Advertisement