shono
Advertisement
Financial News

শর্ট টার্মে এক বছরে কোন সেক্টরের পারফরম্যান্স কেমন? রইল রিপোর্ট কার্ড

বিনিয়োগকারীরা যেন নিজেদের উপদেষ্টাদের সঙ্গে কথা বলে নেন।
Published By: Subhodeep MullickPosted: 07:52 PM Sep 24, 2025Updated: 07:52 PM Sep 24, 2025

গত বারো মাসে কার ফল কেমন? কোন সেক্টর এগোল? কে-ই বা পিছিয়ে গেল? পারফরম্যান্সের নিরিখে তালিকা পেশ করল টিম সঞ্চয়। তথ্য এনএসই-কর্তৃক প্রাপ্ত, ২৯ আগস্ট ভ্যালুয়েশন-ভিত্তিক।

Advertisement

এক বছরে অনেক সেক্টরের ভাগ‌্য বদলেছে, কিছু ক্ষেত্রে বাড়বৃদ্ধি চোখে পড়ার মতো, আবার কিছু ক্ষেত্রে ভ‌্যালুয়েশনের পড়ে যাওয়াটা আশ্চর্য‌্যজনক। শর্টটার্মে বিপুল “এক্সপেক্টেশন” করা সম্বন্ধে আমরা মাঝেমাঝেই জানিয়েছি আমাদের পাতায়। বিভিন্ন সময় এক্সপার্টরা এই বিষয়ে সতর্ক করেছেন লগ্নিকারীদের। আজকের আলোচনা কেবল গত বারো মাসের পারফরম‌্যান্স ঘিরে, তবে তারই সঙ্গে যোগ দিচ্ছেন কয়েকজন হাতে বাছাই পরামর্শদাতাও।

–নানা সূচকের ওঠাপড়ার ভিত্তিতে আমরা একটি তালিকা তৈরি করেছি। কোন সেক্টর এগিয়েছে এবং কোনগুলি পিছিয়ে পড়েছে, তা সহজেই বোঝা যাবে। সব তথ‌্য NSE থেকে পাওয়া, গত ২৯ শে আগস্টের ভ‌্যালুয়েশনের উপর নির্ভর করে লেখা।

সব থেকে ভাল পারফর্ম‌্যান্স কোন সূচকের?
Nifty MidSmall Financial Services
গত এক বছরের “টপার”– কী আছে এখানে?
* প্রাইভেট সেক্টর ব‌্যাঙ্ক : ১৮.৫৯%
* নন-ব‌্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি : ১৮.৫৪%
* এক্সচেঞ্জ এবং ডেটা প্ল‌্যাটফর্ম : ১৬.০৮%
* পাবলিক সেক্টর ব‌্যাঙ্ক : ৭.০৬%
* ফিনটেক : ১১.৯৫%

টপ টেন স্টকস
বিঃদ্রঃ– NSE থেকে পাওয়া তথ‌্য অনুযায়ী, এই সূচক প্রতি ছয় মাস অন্তর রিব‌্যালেন্সিং করা হয়। গোড়া থেকে থেকে ধরলে এর প্রাইস রিটার্ন এসেছে ১৫.০২%। বেশ কিছু উজ্জ্বল নক্ষত্র আছে এর মধ্যে। পেশাদার পোর্টফোলিও পরিচালকরা বারবারই BSE, HDFC AMC, Max Financial ইত‌্যাদির কথা উল্লেখ করেন। তবে প্রতিবারের মতো এবারেও আমাদের কোনও ধরনের পক্ষপাত নেই। বিনিয়োগকারীরা যেন নিজেদের উপদেষ্টাদের সঙ্গে কথা বলে নেন, তারপরই লগ্নি করেন, তার আগে নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক বছরে অনেক সেক্টরের ভাগ্য বদলেছে।
  • কিছু ক্ষেত্রে বাড়বৃদ্ধি চোখে পড়ার মতো, আবার কিছু ক্ষেত্রে ভ‌্যালুয়েশনের পড়ে যাওয়াটা আশ্চর্য্যজনক।
  • আজকের আলোচনা কেবল গত বারো মাসের পারফরম‌্যান্স ঘিরে।
Advertisement