পাখির চোখ যদি হয় দীর্ঘমেয়াদে বৃদ্ধি সুনিশ্চিত করা, তাহলে হাত ধরতে পারেন ফ্লেক্সিক্যাপের। এর সবচেয়ে বড় সুবিধা এর নামেই লুকিয়ে রয়েছে অর্থাৎ ফ্লেক্সিবিলিটি। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্কাইফিন ক্যাপিটাল সার্ভিসেসের তরফে বিবেক জোশী
দ্য শুয়েলথ কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট-এর নতুন ফ্লেক্সিক্যাপ ফান্ড আর কয়েক দিনের মধ্যে প্রাথমিক সাবসক্রিপশনের জন্য বন্ধ হবে। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি প্রকল্প। বড়, মাঝারি ও ছোট -- সব ধরনের শেয়ারেই বিনিয়োগ করা হবে। পোর্টফোলিও হবে ডাইভারসিফায়েড।
এই প্রসঙ্গে:- বেঞ্চমার্ক: Nifty 500, ন্যূনতম বিনিয়োগ (লাম্পসাম): Rs 1,000, ন্যূনতম SIP: Rs 250, এক্সিট লোড: ৩০ দিনের মধ্যে তুলে নিলে ১% , রিস্ক: ভেরি হাই (একেবারে নতুন ফান্ড, পূর্বের রেকর্ড নেই)।
নিজের বিনিয়োগকে যদি একটা বড়গোছের থালি হিসেবে দেখেন, কেমন হয়? আপনি শুধু ভাত-ডাল-সবজি চান না, চান স্বাদ আর পুষ্টির জন্য দরকারি সব কিছুর মিশ্রণ। ফ্লেক্সিক্যাপ ফান্ডও একইভাবে কাজ করে।
এখানে আপনার টাকা ছড়িয়ে দেওয়া হবে বড়, মাঝারি আর ছোট কোম্পানির মধ্যে। মানে, যদি একটা অংশ দুর্বলও হয়, অন্য অংশগুলি ভারসাম্য রক্ষা করবে।
আমার মতে সবচেয়ে বড় সুবিধা হল 'ফ্লেক্সিবিলিটি'। বাজার তো বদলাতে থাকে, তাই না? কখনও বড় কোম্পানি নিরাপদ, আবার কখনও ছোট কোম্পানিই দ্রুত বাড়ে। এখানে ফান্ড ম্যানেজারের স্বাধীনতা থাকে। যেখানে সুযোগ সবচেয়ে বেশি, সেখানে তিনি আপনার টাকা সরিয়ে নিতে পারেন। আপনাকে প্রতিদিন খোঁজখবর রাখতে হবে না।
ব্যাপারটা একটু অন্য ভাবে বলি। মনে করুন, ব্লু চিপ কোম্পানির স্টেবিলিটি আর উঠতি ব্যবসার দ্রুত উত্থানের সুযোগ, একসঙ্গে মেশানো হয়েছে। "মেলবন্ধন" যাকে বলে। আর ইনভেস্টর হিসাবে আপনাকে চিন্তাও করতে হবে না রিসার্চ বা টাইমিং নিয়ে। পেশাদার ম্যানেজাররা প্রতিদিন বাজার দেখছেন, তাঁরাই আপনার জন্য ঠিক সিদ্ধান্ত নেবেন।
এবার প্রশ্ন, ফ্লেক্সিক্যাপ কার জন্য আদর্শ?
আপনার মতো কারও জন্য, যিনি দীর্ঘমেয়াদে বৃদ্ধি চান। হয়তো একাধিক ফান্ড আলাদা করে ট্র্যাক করার সময় নেই আপনার, কিন্তু তাও আপনি চান যেন টাকাটা বাজারের বিভিন্ন সেক্টরে একসঙ্গে কাজ করে।
মনে রাখুন, অন্য সব ইক্যুইটি বিনিয়োগের মতো এখানেও ওঠা-নামা থাকবে। কিন্তু ধৈর্য্য ধরে বিনিয়োগ করলে এমন ফান্ড আগামীতে সম্পদ তৈরি করবে, এমনই সম্ভবনা থাকে।
সোজা কথায়, ফ্লেক্সিক্যাপ ফান্ড মানে হল এক বিশ্বস্ত 'শেফ', তিনি আপনার জন্য থালি - সাজাচ্ছেন। সঠিক উপকরণের মিশ্রণে ফল হল সুষম আহার
ডিসক্লেমার: আমার বা আমার সংস্থার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে কোনও বিশেষ পক্ষপাত নেই। মার্কেটে বিনিয়োগ করলে রিস্ক থাকে, লগ্নিকারীকে তা ভাল ভাবে জানতে হবে, অফার ডকুমেন্ট খুঁটিয়ে পড়তে হবে। কোনও রিটার্নের গ্যারান্টি নেই। আমরা মার্কেট নিয়ন্ত্রক সেবির নিয়ম মেনে চলি।
