shono
Advertisement

Breaking News

NABARD

নাবার্ডের অভিনব উদ্যোগ, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে নিউটাউনে 'গ্রামীণ ভারত মহোৎসব'

এবারের মেলায় ৭০টিরও বেশি স্টল অংশ নিয়েছে।
Published By: Buddhadeb HalderPosted: 08:13 PM Nov 14, 2025Updated: 08:13 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবার্ডের পশ্চিমবঙ্গ আঞ্চলিক দপ্তরের অভিনব উদ্যোগ। বৃহস্পতিবার নিউ টাউন মেলা প্রাঙ্গনে শুরু হল 'গ্রামীণ ভারত মহোৎসব'। ১০ দিনের এই মেলায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী। মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণ উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী ও কৃষক উৎপাদক সংগঠনের পণ্যের বৈচিত্র্যে সেজে উঠেছে মেলার প্রদর্শনী প্রাঙ্গণ।

Advertisement

এবারের মেলায় ৭০টিরও বেশি স্টল অংশ নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠী (SHG), কৃষক উৎপাদক সংগঠন (FPO), অফ-ফার্ম প্রোডিউসার অর্গানাইজেশন (OFPO) এবং নানান গ্রামীণ উদ্যোক্তারা তুলে ধরছেন ঐতিহ্যবাহী হস্তশিল্প, জৈব পণ্য, নানান ধরনের বস্ত্রশিল্প, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য থেকে শুরু করে পরিবেশবান্ধব উদ্ভাবনী সামগ্রী।

আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে নাবার্ডের পক্ষ থেকে ১০টি স্টল নিয়ে বিশেষ ‘কোঅপারেটিভ প্যাভিলিয়ন’ তৈরি করা হয়েছে। এখানে প্রাথমিক কৃষি ঋণ সমবায় (PACS), দুগ্ধ সমবায় এবং বহু-উদ্দেশ্যমূলক সমবায় সমিতিগুলির ভূমিকা ও সাফল্য তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক পরিচালক শ্রী সুধাংশু প্রসাদ। তিনি গ্রামীণ কৃষক ও শিল্পীদের আর্থিক উন্নয়নে নাবার্ডের নিরবচ্ছিন্ন ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি গ্রামীণ উন্নয়নকে গতিশীল করতে বিভিন্ন অংশীদারের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

নাবার্ড পশ্চিমবঙ্গের চিফ জেনারেল ম্যানেজার শ্রী পি. কে. ভরদ্বাজ বলেন, “গ্রামীণ ভারত মহোৎসব শুধু একটি প্রদর্শনী নয়, এটি এক আন্দোলন। গ্রামীণ ভারতের আত্মনির্ভরতার যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে নাবার্ড প্রতিশ্রুতিবদ্ধ। সকলকে আহ্বান জানাই এই পরিবর্তনসাধকদের পাশে দাঁড়ানোর জন্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার নিউ টাউন মেলা প্রাঙ্গনে শুরু হল 'গ্রামীণ ভারত মহোৎসব'।
  • ১০ দিনের এই মেলায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী।
  • অনুষ্ঠানের উদ্বোধন করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক পরিচালক শ্রী সুধাংশু প্রসাদ।
Advertisement