shono
Advertisement
Nifty Fifty Index

নিফটি ফিফটি ইনডেক্স বনাম নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ইনডেক্স, জানুন বিস্তারিত

ক্ষেত্রবিশেষে সেক্টর নির্ভর সূচক ভালো ফলাফল আনতে পারে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:13 PM Jul 09, 2025Updated: 04:48 PM Jul 09, 2025

নিফটি ফিফটি, ভারতীয় বাজারের সবথেকে প্রাসঙ্গিক এবং স্বাভাবিক ভাবেই জনপ্রিয় সূচক, ফলে সকলের কাছেই পরিচিত। স্টক মার্কেটের গতিপ্রকৃতি নিয়ে আলোচনায় নিফটির কথা চলে আসেই। তাই প্রধান ইনডেক্সটির নিরিখে তুলনায় ছোট (অথবা সেক্টোরাল বা থিম‌্যাটিক) সূচক কী ফল দিয়েছে তা জানতে অনেক মহলই কৌতুহলী। সঙ্গের গ্রাফিক্সে এই তুলনা দেওয়া রইল। আমাদের বক্তব‌্য পরিষ্কার–ক্ষেত্রবিশেষে সেক্টর নির্ভর সূচক ভালো ফলাফল আনতে পারে।

Advertisement

পয়লা জুন ২০০৪ থেকে ১২ জুন ২০২৫ পর্যন্ত যদি ধরা হয়, তাহলে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ইনডেক্স মূল সূচকটিকে হারিয়ে দিয়েছে। প্রথমটির ১৮.০৩% রিটার্নের সঙ্গে পরেরটির ১৪.১৩% রিটার্ন পাশাপাশি রেখে দেখুন। দুই ক্ষেত্রেই CAGR (Compounded Annual Growth Rate) দেখানো হয়েছে, লক্ষ‌্য করবেন। কেবলমাত্র ইলাসট্রেশন হিসাবে দেখবেন, এই গ্রাফ কোনও ধরনের অনুমোদন বা পরামর্শ নয়। বাজারে কোনও গ‌্যারান্টি অথবা রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া যায় না। রিস্ক বুঝে নিতে হবে লগ্নির সিদ্ধান্ত নেওয়ার আগে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিফটি ফিফটি, ভারতীয় বাজারের সবথেকে প্রাসঙ্গিক এবং স্বাভাবিক ভাবেই জনপ্রিয় সূচক, ফলে সকলের কাছেই পরিচিত।
  • স্টক মার্কেটের গতিপ্রকৃতি নিয়ে আলোচনায় নিফটির কথা চলে আসেই।
  • কেবলমাত্র ইলাসট্রেশন হিসাবে দেখবেন, এই গ্রাফ কোনও ধরনের অনুমোদন বা পরামর্শ নয়।
Advertisement