shono
Advertisement
Health Insurance

ইনসিওরেন্স হেলথ কভার কতটা নেওয়া উচিত?

ইদানিং চিকিৎসার খরচ ঊর্ধ্বমুখী।
Published By: Subhodeep MullickPosted: 04:27 PM Jan 12, 2026Updated: 05:31 PM Jan 12, 2026

সাধারণ মানুষের জন‌্য হেলথ ইনসিওরেন্স যে একান্ত প্রয়োজনীয় তা সবাই জানেন। স্বাস্থ‌্য বিমা কতখানি হলে ভাল হয়, কতদূর পর্যন্ত কভার নেওয়া উচিত হবে? এই প্রশ্ন সবসময়ই ঘুরপাক খায় আলোচনার সময়। বিমা পরিষেবার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে, এমন কয়েকজনকে আমরা টিম সঞ্চয়-এর পক্ষ থেকে জিজ্ঞাসা করেছিলাম। উত্তর যা পাওয়া গেছে তা খুব প্রাসঙ্গিক। রইল তারই সারাংশ।

Advertisement

  •  ইদানিং চিকিৎসার খরচ ঊর্ধ্বমুখী। আগামিতে তাই-ই থাকবে। একেবারে সাধারণ চিকিৎসার সংক্রান্ত খরচ তেমন হয়তো বাড়বে না, তবে এক-দুই ধাপ উপরে গেলেই কিন্তু খরচ বাড়বে হুহু করে। এই ট্রেন্ড থেকে মুক্তি পাওয়া কার্যত অসম্ভব।
  • আধুনিক চিকিৎসা পদ্ধতি বদলাচ্ছে। রোবোটিক সার্জারি থেকে শুরু করে, জীবনদায়ী ওষুধপত্র– সবেরই দাম বেশ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতএব হেলথ ইনসিওরেন্সের কভার যেন ভালরকম হয় – অন্ততপক্ষে কিছুটা যেন সুরাহা পাওয়া যায় রোগী এবং তাঁর পরিবারের পক্ষে।
  • এখনকার কভার বাড়ানো যেতে পারে যদি গ্রাহক তা মনে করেন। বহু কিছু কভারের আওতায় আনা সম্ভব। ডে কেয়ার ট্রিটমেন্ট অথবা পোস্ট হসপিটালাইজেশন–সবই যদি কভারের অন্তর্গত করা যায়, তাহলে রোগীর সুবিধা হয়। তবে এর জন‌্য ইনসিওরেন্স বাবদ বাজেট বাড়াতে হবে, এও স্পষ্টভাবে বলে রাখা ভাল।

উদাহরণ হিসাবে কোনও ধরনের পক্ষপাত ছাড়া আমরা বেছে নিচ্ছি কেয়ার ইনসিওরেন্সের প্রকল্প। বিশেষত “Enhance”– বা টপ-আপ- করার পদ্ধতি নিয়েই আজকের আলোচনা। প্রকল্পের বিশেষ কিছু পয়েন্ট সঙ্গের গ্রাফিক্সে। কীভাবে টপ আপ? যদি বেস কভার ৫ লক্ষ টাকার হয়, তাহলে এনহ‌্যান্স সুপার টপ-আপ ইনসিওরেন্স প্ল‌্যানে সাম ইনসিওয়র্ড ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে গ্রাহকের মোট কভারেজ দঁাড়াবে ১৫ লক্ষ টাকায়।

কয়েকটি সাধারণ পরামর্শ

  • তুলনায় অল্পবয়সি (এবং ভাল স্বাস্থ্যের অধিকারী হলে) ৫-৮ লক্ষ টাকার কভারেজ হলেই ভাল হয়।
  • যদি বিবাহিত কাপল হন, তাহলে ১৫-২০ লক্ষ টাকার কভারেজের কথা ভাবা যেতে পারে।
  • যদি ফ্যামিলির কথা মাথায় রাখেন, তাহলে অন্তত ২৫-৩০ লক্ষ টাকার কভারেজ উপযুক্ত হিসাবে গণ্য।
  • যদি সিনিয়র সিটিজেন হন (অর্থাৎ আপনার ক্ষেত্রে রিস্ক বেশি) তাহলে ৩০-৪০ লক্ষ টাকা হলে মানানসই হয়। খেয়াল রাখতে হবে যে বিষয়টি আপেক্ষিক- অর্থাৎ প্রতিটি মানুষের বা পরিবারের জন্য ব্যাপারটি আলাদা কোনওভাবেই দুই জন ব্যক্তির জন্য সবকিছু একরকম হতে পারে না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement