কেবল কর্পোরেট বন্ড ব্যবহার করে অথবা পোর্টফোলিওর সিংহভাগই কর্পোরেট বন্ডে রেখে কি আদৌ কোনও সুবিধা পেতে পারেন লগ্নিকারী? এই প্রশ্ন আমরা রেখেছিলাম একাধিক ইন্টারমিডিয়ারির সামনে, উদ্দেশ্য তঁাদের গড়পড়তা ফিক্সড ইনকাম ইনভেস্টরদের কিছু ক্লু দেওয়া, যাতে তঁাদের লগ্নির প্রক্রিয়া সহজতর হতে পারে। এঁদের মধ্যে শ্রী অরুণময় শূর কয়েকটি বিশেষ পয়েন্ট আলোচনা করলেন। কথোপকথনে নীলাঞ্জন দে।
বন্ডে বিনিয়োগ করে কীভাবে উপকৃত হতে পারেন সাধারণ মানুষ? ফিক্সড ইনকাম কি এই বাজারে আদৌ যুক্তিযুক্ত? দেখুন, এই প্রশ্নের উত্তর খুব সহজে দেওয়া যাবে না, কারণ বিনিয়োগকারীর রিস্ক প্রোফাইল বুঝতে হবে ভালো করে। যদি তঁার জন্য ফিক্সড ইনকাম উপযুক্ত হয়, তাহলে অবশ্যই বন্ড নিয়ে চিন্তাভাবনা করা উচিত হবে তঁার। তবে সারপ্লাসের ঠিক কতখানি সেখানে অ্যালোকেশন করবেন, সে বিষয়ে যেন স্বচ্ছ ধারণা থাকে। যদি একান্তভাবেই রিস্ক-বিমুখ হন, তাহলে পোর্টফোলিওর অনেকটাই ফিক্সড ইনকামে থাকতে পারে। তবে, মনে রাখতে হবে, কিছুই ঝঁুকি-হীন নয়। কাজেই সব শর্ত জেনেবুঝেই লগ্নি করা দরকার।
ইনভেস্টর তখনই উপকৃত হবেন যখন তঁার লগ্নির উদ্দেশ্য সফল হবে। বন্ড তথা অন্য ফিক্সড ইনকাম ইন্টস্ট্রুমেন্টস থেকে রেগুলার ইনকাম আসতে পারে। বস্তুত, এই উদ্দেশ্য নিয়েই মূলত বন্ডে লগ্নি করে থাকেন সাধারণ মানুষ। তঁাদের জন্য আমি বিশেষভাবে গ্রাফিক্সের মাধ্যমে প্রসঙ্গটি উত্থাপন করছি।
লগ্নি করার আগে কোন শর্তগুলি না জানলেই নয়?
মনে করুন, আপনি বিশেষ কোনও বন্ডে বিনিয়োগ করেছেন। প্রোমোটার সংস্থার ট্র্যাক রেকর্ড দেখুন, কোনও ধরনের ডিফল্ট কি আগে হয়েছে? এই বিষয়টি জেনে নিন। ক্রেডিট রেটিং নিয়ে নতুন করে আর কিছু বলছি না। ভাল সংস্থার উচ্চ রেটিং হলে সুরক্ষা সম্বন্ধে তুলনায় নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। এবার অন্যান্য শর্তে আসি। পড়ার সুবিধার জন্য তালিকা করে দিলাম।
বাজারে তো অনেক ধরনের বন্ড পাওয়া যাচ্ছে? বাছাই করা সাধারণ মানুষের পক্ষে সোজা নয়। সেক্ষেত্রে বন্ড ফান্ডে লগ্নি কি করা যেতে পারে?
হঁ্যা, অবশ্যই তা করা যেতে পারে। আমার মতে, ছোট লগ্নিকারী ফান্ডের মাধ্যমেই বিনিয়োগ করতে পারেন। প্রথমত, পেশাদার ফান্ড ম্যানেজার তঁার দক্ষতা অনুযায়ী রিটার্ন আনতে পারবেন।
একত্রে অনেকগুলি বন্ড থাকবে পোর্টফোলিওতে। তাই সুষ্ঠু অ্যালোকেশনের দায়িত্বও তঁার। ইনভেস্টরকে কেবল সঠিক ফান্ড (অথবা ফান্ডগুলি) বেছে নিতে হবে। আর যথারীতি সে জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে, এমন উপদেষ্টার সাহায্য নিতে হবে। বাজারে বেশ কিছু ঋণপত্র-ভিত্তিক প্রকল্প আছে, নামী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এগুলি পরিচালনা করেন। ইনভেস্টররা যদি চান, তঁারা খুব সহজেই খঁুটিয়ে দেখতে পারেন। পোর্টফোলিওর সর্বশেষ তথ্য নিয়মিত তঁাদের হাতেও চলে আসতে পারে।
সেবির নিয়ম অনুযায়ী রিস্ক রিটার্ন মেট্রিক্স নির্দিষ্ট ভাবে জানানো দরকার প্রতিটি ঋণপত্রনির্ভর ফান্ডের ক্ষেত্রে। যঁারা ডেট চান নিজেদের জন্য, তঁারা যেন বিশেষ নজর দেন এর উপর। খেয়াল রাখতে হবে, বাজারে ডেট ফান্ডের শ্রেণিভাগ কম নয়। ইনভেস্টররা যেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী অ্যালোকেশন করেন, পেশাদার হিসাবে এমন পরামর্শই আমি দেব।
