সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকবছরে ভারতে ডিজিটাল বিপ্লব হয়েছে, তা বলাই বাহুল্য। ক্যাশ নিয়ে ঘোরার দিন এখন অতীত। এক কাপ চা থেকে ভরি ভরি সোনা, যা কিছু কেনাকাটার পেমেন্ট এখন হয় অনলাইনে। কিন্তু জানেন কি এই অনলাইন পেমেন্টের কারণেই কমছে আপনার সঞ্চয়?
ব্যাপারটা ঠিক কী? অনলাইন পেমেন্টের ক্ষেত্রে হাতে ফোন আর অ্যাকাউন্টে টাকা থাকলে না চাইলেও কিছু খরচ হতেই থাকে। যেমন ধরুন, রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন কানের দুল বিক্রি হচ্ছে। হয়তো আপনার প্রয়োজন নেই, তাও পছন্দ হওয়ায় টুক করে কিনে ফেললেন। বা ধরুন সবেই লাঞ্চ করেছেন, তাও খুব ইচ্ছে করছে কিছু খেতে। এক ক্লিকেই মুখের সামনে হাজির হয়ে যাবে খাবার। তাই দোনামোনা করেও শেষে অর্ডারটা করেই ফেলেন। ফলে অ্যাকাউন্ট ফাঁকা হল।
কিন্তু যদি ক্যাশ ব্যবহার করেন, সেক্ষেত্রে বেঁচে যায় এই বাড়তি খরচগুলো। কীভাবে? যখন ক্যাশ ব্যবহার হত, তখন সকলেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নিয়ে ঠিক করতেন যে তা দিয়ে কদিন চালাবেন। ফলে হাতে টাকা থাকত বাধা-ধরা। চাইলেই কেনা যেত না এটা-ওটা! ভাবতে হত, বাকি টাকায় চালাতে হবে কদিন। তাতে আখেরে লাভ ছিল নিজেরই। কারণ, হিসেব করে খরচ করায় সঞ্চয় হতো। ভবিষ্যতের জন্য ব্যাঙ্কে জমা হতো টাকা। অনলাইনের দৌলতে খরচ হয় বেহিসাবি টাকা। ফলে কমতে থাকে সঞ্চয়। তাই যতই অনলাইন লেনদেন করুন কেন, চেষ্টা করুন হিসেব করে খরচ করতে। কারণ, ভবিষ্যতের জন্য সঞ্চয় মাস্ট।
