সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিসাবে ব্যাপক গড়মিল! কাঠগড়ায় দেশের এক বেসরকারি ব্যাঙ্ক। শুধু তাই নয়, ওই ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা SFIO অর্থাৎ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গরমিলের অঙ্ক প্রায় ২০০০ কোটি টাকা। তা সামনে আসার পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে ইনডাশইন্ড ব্যাঙ্ককে এসএফআইও'র তরফে চিঠিও দেওয়া হয়েছে। আর এরপরেই নড়েচড়ে বসেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কিছু তথ্যের ভিত্তিতে বেসরকারি ওই ব্যাঙ্কের কাজকর্ম খতিয়ে দেখার কাজ শুরু করে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। যেখানে একাধিক গরমিলের বিষয়টি উঠে আসে। এরপরেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এরপরেই ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্মে ধাক্কা লাগে।
শুধু তাই নয়, ব্যাঙ্কের শেয়ারেরও পতন ঘটে। গ্রাহকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করে একাধিক বিষয় নিয়ে। ইতিমধ্যে বেসরকারি ওই ব্যাঙ্ক অর্থাৎ ইনডাশইন্ড ব্যাঙ্কের তরফে SFIO অর্থাৎ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের তরফে চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। একবার্তায় ব্যাঙ্ক কতৃপক্ষ জানিয়েছে, ২০১৩ সালের কোম্পানি অ্যাক্টের অধীনে এই চিঠি পাঠানো হয়েছে। সেকশন ২১২ নম্বর।
