shono
Advertisement

Breaking News

Small Cap Fund

স্মল ক্যাপের ভবিষ্যৎ উজ্জ্বল, রয়েছে অশেষ সম্ভাবনা

ফান্ডের প্রতি বিশ্বাস রেখে নিজের সুঅভ‌্যাস গড়ে তোলা উচিত।
Published By: Subhodeep MullickPosted: 04:12 PM Jan 05, 2026Updated: 07:03 PM Jan 05, 2026

শ্রী অনুপম তিওয়ারি, হেড-ইক্যুইটি, গ্রো মিউচুয়াল ফান্ড, আগামী দিনগুলোয় স্মল ক‌্যাপের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনার কথা জানাচ্ছেন। তাঁর বক্তব্যের সঙ্গে জুড়ে আছে সতর্কবাণীও– “যদি কেউ মনে করেন চটজলদি অনেক প্রফিট পাবেন স্মল ক‌্যাপে বিনিয়োগ করে, তাহলে তিনি ভুল করছেন,” তাঁর কথা বলার সময় জানালেন। সাক্ষাৎকারে একাংশ আলোচনা নীলাঞ্জন দে’র সঙ্গে।

Advertisement

এই সন্ধিক্ষণে যদি ভারতীয় অর্থনীতিতে মূল চালিকাশক্তি চিহ্নিত করতে হয়, আপনি কী বলবেন?

দেখুন সরকারি রিফর্ম-ঘেঁষা নীতির কথা বলব আমি গোড়াতেই। বেশ কিছু ক্ষেত্রে পলিসির পরিবর্তন হয়েছে। সাম্প্রতিক অতীতে আমাদের নজর তার উপর ইতিমধে‌্যই পড়েছে। আর তাতে সংশ্লিষ্ট সেক্টরগুলির সুবিধাও হয়েছে বলে আমরা মনে করি। বাজারও তা বুঝতে পারছে। এখানে ইকু‌্যইটির কথাই বলছি আমি।

স্টকে লগ্নি করেন এমন ইনভেস্টরদের জন‌্য প্রধান চ‌্যালেঞ্জ হিসাবে কী দেখেন?

যা প্রথমেই চিহ্নিত করতে চাই তা হল, গড়পড়তা বিনিয়োগকারীর কিছু বিশেষ অভ‌্যাস, যা পরে অসুবিধা সৃষ্টি করে। এইসব নিয়ে বারবার চর্চা চলে ইনভেস্টর মহলে, কিন্তু তাও খুব একটা সুরাহার পথ খোলে না। খুব তাড়াতাড়ি প্রফিট পেতে চান অনেকেই, কিন্তু তা কি প্রতিবারই হতে পারে! এমনও দেখা যায় যে ইনভেস্টর প্রতিটা মার্কেট সাইকেলেই বড়-সড় রিটার্ন প্রত‌্যাশা করেন। কার্যত তা অসম্ভব। এর ফলে কয়েক ক্ষেত্রে অতি-সক্রিয়তা দেখতে পাই ; হয়তো চট করে টাকা সরিয়ে ফেললেন সংশ্লিষ্ট লগ্নিকারী। বাজার পড়লেই যদি প্রতিবার আপনি টাকা অন‌্যত্র সরান, তাহলে লং টার্মের হিসাবটা গুলিয়ে যেতে পারে। ফান্ডের প্রতি বিশ্বাস রেখে নিজের সুঅভ‌্যাস গড়ে তোলাই উচিত বলে আমার দৃঢ় ধারণা।

স্মল ক‌্যাপের বিষয় জিজ্ঞাসা করি। সর্বশেষ “Peak” যদি দেখেন, তাহলে আজকের দামের ব‌্যাপারটা বেশ দৃষ্টিকটু। কীভাবে দেখেন এই ট্রেন্ড?

ছোট-সাধারণ লগ্নিকারীদের কথা বিশেষভাবে বলছি। হঁ‌্যা, তঁারা দেখতে পারছেন সার্বিকভাবে স্মল ক‌্যাপের (Small Cap Fund) দাম পড়েছে। তবে তা হয়তো নতুন বিনিয়োগের সুযোগ খুলে দিয়েছে। দাম, অন্তত স্মল ক‌্যাপের সামগ্রিক ইউনিভার্সের একটা অংশের জন‌্য, আকর্ষণীয় হয়ে যেতে পারে। যদি ধীরে ধীরে ভাল স্টক কিনতে চান, নিজের পোর্টফোলিওয় রাখতে চান, এই সুযোগ খতিয়ে দেখতে পারেন। এককালীন লগ্নি করুন স্মল ক‌্যাপে – কিন্তু কয়েক বছরের কথা ভেবে করুন। পরের র‌্যালিতে আপনার সুবিধা হবে, হয়তো লাভবান হবেন। তবে ডাইভারসিফাই করুন, সিপের মাধ্যমে স্বল্প বিনিয়োগ প্রতি মাস করুন। নিয়মিত লগ্নি করে তহবিল গঠন করা যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছোট-সাধারণ লগ্নিকারীদের কথা বিশেষভাবে বলছি।
  • হঁ‌্যা, তঁারা দেখতে পারছেন সার্বিকভাবে স্মল ক‌্যাপের দাম পড়েছে।
  • তবে তা হয়তো নতুন বিনিয়োগের সুযোগ খুলে দিয়েছে।
Advertisement