shono
Advertisement
Personal Finance

গ্রাহকদের নজরে মেটাল স্টক, ক্রমশ বাড়ছে চাহিদা

ট্রেডিং ভল্যুম যথেষ্ট ভালো বলে লগ্নিকারীরা জানাচ্ছেন।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 12:12 PM May 31, 2024Updated: 12:12 PM May 31, 2024

হালের ট্রেন্ড জানান দিচ্ছে, মেটাল স্টকের চাহিদা ক্রমশ বাড়ছে। প্রায় প্রতিটি বড় মেটাল স্টকই গত কিছু মাস ধরে গ্রাহকদের আকর্ষণ টেনে নিচ্ছে নিজেদের দিকে। এই পরিপ্রেক্ষিতে এই সেক্টরের সম্ভাবনা খতিয়ে দেখল টিম সঞ্চয়

Advertisement

বাজারে গুঞ্জন, মেটাল শেয়ারগুলো জোর কদমে দৌড়চ্ছে, ভবিষ‌্যতে ট্রেন্ড যথেষ্ট ইতিবাচক। খোঁজ করতে গিয়ে দেখা গেল–হ্যাঁ, অনেকগুলো মেটাল সংস্থার স্টকই বেড়েছে গত এক বছরে। মূলত একাধিক স্টিল কোম্পানি এই দৌড়ে এগিয়ে, অন‌্য কমোডিটি প্লেয়ারও তেমন পিছিয়ে নেই। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কয়েকটি তথ‌্য:
(ক) প্রায় প্রতিটি বড় মেটাল স্টক কয়েক মাস ধরেই নজর কাড়ছে। শেয়ারের দাম বাড়ছে, ভল্যুমও উঁচুর দিকে।
(খ) ন‌্যাশনাল স্টক এক্সচেঞ্জের মেটাল ইনডেক্সে ধরা পড়েছে এই গ্রোথের ছবি। গত বছরে ৫৮.৮১% টোটাল রিটার্ন আনতে সক্ষম হয়েছে এই সূচকটি।
(গ) হাতে গোনা কয়েকটি সূচক (যেমন নিফটি রিয়েলটি অথবা নিফটি অটো) বাদ দিয়ে মেটাল-ভিত্তিক ইনডেক্সটি অগ্রণী ভূমিকা নিয়েছে ইতিমধ্যেই।

[আরও পড়ুন: বন্ড ইনভেস্টমেন্টের তত্ত্ব-তালাশ, অনলাইনে করুন সহজেই লগ্নি]

কেন বেড়েছে মেটাল স্টক?
দুটি বড় কারণের দিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এক, ম‌্যানুফ‌্যাকচারিং সেক্টরের বাড়বৃদ্ধির জন‌্য মেটাল সংস্থার ব‌্যবসা উপকৃত হয়েছে। দুই, টার্নওভার বাড়ার সঙ্গে সঙ্গে প্রফিটেবিলিটিও এগিয়েছে তাল রেখে। সম্প্রতি গত অর্থবর্ষের শেষে হাতে পাওয়া পরিসংখ‌্যানও সেই ইঙ্গিত করছে। উল্লেখ‌্য, শেষ কোয়াটার্লি রেজাল্ট খতিয়ে দেখলে এই বিষয়টি আরও সহজভাবে বোঝা যাবে। যে কয়েকটি স্টকের কথা আলাদা ভাবে বলা যায় সেগুলির মধ্যে আছে বেদান্ত, সেল, হিন্দুস্তান কপার এবং হিন্দুস্তান জিঙ্ক।

NSE METAL INDEX
প্রধান অংশীদারী :


তালিকায় আরও আছে : Jindal Steel, SAIL, Hindustan Copper, National Aluniminum, NMDC এবং Hindustan Zinc. ইনডেক্সে মোট স্টকের সংখ‌্যা পনেরো।


উদাহরণ : কোনও পক্ষপাত ছাড়াই আমরা বেছে নিচ্ছি Tata Steel স্টকটি। এই মুহূর্তে ১৬০-১৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে এটি। ডিভিডেন্ট ইল্ড ২.১৫% । এক বছরের রেঞ্জ ধরলে আনুমানিক ১০০-১০৫ টাকা থেকে উত্থান শুরু হয়েছে। ট্রেডিং ভল্যুম যথেষ্ট ভালো বলে লগ্নিকারীরা জানাচ্ছেন। স্টিল সংস্থাগুলির অর্ডার বুক বেশ নজর কাড়ছে, তাঁরা এও বলছেন। সেই সুবাদে লাভের মুখ দেখবে কোম্পানিগুলো। বেশ কিছু ফান্ড এবং ইনস্টিটিউশানাল বিনিয়োগকারী এই সংস্থাগুলোর উপর নজর রাখছেন বলে জানা যাচ্ছে। তবে প্রতিবারের মতো বেচা-কেনার সিদ্ধান্ত নেওয়ার আরও যেন বিশদে যাচাই করে নেওয়া হয়।

[আরও পড়ুন: বহুমুখী বিনিয়োগে নিশ্চিত উপকারিতা, লাভের উপায় জানুন বিশেষজ্ঞের থেকে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাজারে গুঞ্জন, মেটাল শেয়ারগুলো জোর কদমে দৌড়চ্ছে, ভবিষ‌্যতে ট্রেন্ড যথেষ্ট ইতিবাচক।
  • খোঁজ করতে গিয়ে দেখা গেল–হ্যাঁ, অনেকগুলো মেটাল সংস্থার স্টকই বেড়েছে গত এক বছরে।
  • মূলত একাধিক স্টিল কোম্পানি এই দৌড়ে এগিয়ে, অন‌্য কমোডিটি প্লেয়ারও তেমন পিছিয়ে নেই।
Advertisement