shono
Advertisement

Breaking News

Vikram Solar

তামিলনাড়ুতে বিক্রম সোলারের নয়া প্ল্যান্ট, দেশের সেরা অটোমেটেড ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন ভেল্লমে

ভেল্লম প্ল্যান্টের কারখানায় ব্যবহার করা হচ্ছে অটোমেশন প্রযুক্তি।
Published By: Buddhadeb HalderPosted: 05:22 PM Nov 27, 2025Updated: 05:22 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সৌরশক্তি সংস্থা বিক্রম সোলার তামিলনাড়ুর ভেল্লমে তাদের নতুন কারখানা চালু করল। এর ফলে বিক্রম সোলারের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াল ৯.৫ গিগাওয়াট। এর মাধ্যমে সংস্থাটি ভারতের সৌর প্রযুক্তির অন্যতম বৃহৎ সংস্থা হিসাবে নিজেদের অবস্থান আরও মজবুত করল।

Advertisement

ভেল্লম প্ল্যান্টের কারখানায় ব্যবহার করা হচ্ছে অটোমেশন প্রযুক্তি। বুদ্ধিমান রোবোটিক্স এবং উন্নত মেটিরিয়াল হ্যান্ডলিং সিস্টেম দিয়ে এখানে কাজ করানো হবে। ২৭,০০০ বর্গ মিটার জুড়ে তৈরি এই প্ল্যান্টটি TOPCon প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এটি M10, G12 এবং G12R-এর মতো আধুনিক ফরম্যাটগুলিকে সাপোর্ট করে। এই নতুন কারখানা থেকে গ্রাহকরা উন্নত মানের, কম ত্রুটিযুক্ত এবং দীর্ঘস্থায়ী মডিউল পাবেন।

বিক্রম সোলারের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জ্ঞানেশ চৌধুরী বলেন, "ভেল্লম আমাদের এবং ভারতের সৌর উৎপাদন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

ভেল্লম প্ল্যান্টটি তামিলনাড়ুর সৌর উৎপাদন ইকোসিস্টেমকে শক্তিশালী করবে। এখানে উৎপাদিত মডিউলগুলি ভারতজুড়ে বিভিন্ন সৌর প্রকল্পের জন্য ব্যবহার করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌরশক্তি সংস্থা বিক্রম সোলার তামিলনাড়ুর ভেল্লমে তাদের নতুন কারখানা চালু করল।
  • ২৭,০০০ বর্গ মিটার জুড়ে তৈরি এই প্ল্যান্টটি TOPCon প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি।
  • এখানে উৎপাদিত মডিউলগুলি ভারতজুড়ে বিভিন্ন সৌর প্রকল্পের জন্য ব্যবহার করা হবে।
Advertisement