shono
Advertisement

মাসুদ আজহার জঙ্গি, তকমা খোদ মুশারফের

মুশারফের এই বক্তব্য যে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের সন্ত্রাস ও চিনের পক্ষপাতিত্বকেই তুলে ধরল, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ The post মাসুদ আজহার জঙ্গি, তকমা খোদ মুশারফের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:21 PM Oct 28, 2016Updated: 04:51 PM Oct 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে আরও একবার বিপাকে ফেলে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ এ ব্যাপারে চিনের বিরোধিতারও প্রবল সমালোচনা করলেন তিনি৷

Advertisement

কিছুদিন আগেই রাষ্ট্রসঙ্গে জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার প্রস্তাব ওঠে৷ কিন্তু তার তীব্র বিরোধিতা করে চিন৷ মূলত চিনের কারণেই আজহারকে জঙ্গি ঘোষণা করা সম্ভব হয়নি৷ তা নিয়ে ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কেও অবনতি ঘটে৷ তবে এবার পাকিস্তানকে বিপাকে ফেললেন খোদ সে দেশের প্রাক্তন প্রেসিডেন্টই৷ কোনও রাখঢাক না করে খোলাখুলিই তিনি মাসুদকে জঙ্গি বলে অভিহিত করলেন৷ জানালেন, নিজের দেশেই বিস্ফোরণ ঘটানোর চক্রান্তে যুক্ত ছিলেন মাসুদ৷ চিনের বিরোধিতারও সমালোচনা করেন মুশারফ৷ প্রশ্ন তোলেন, চিনের এ ব্যাপারে নাক গলানোরই বা কি আছে৷ ভারতে পাক গুপ্তচর ধরা পড়ার প্রসঙ্গেও মুখ খোলেন মুশারফ৷ জানান, এরকম যদি হয়ে থাকে তবে তা প্রশ্রয় দেওয়া উচিত নয়৷

নিজের দেশের শরিফ সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রতিই এদিন ইঙ্গিত করেন তিনি৷ আন্তর্জাতিক ক্ষেত্রে এর ফলে যে পাকিস্তানের মুখ পুড়ছে তা বলতেও কসুর করেননি৷ তাঁর মতে, সেনা শাসনকালেই দেশের উন্নতি যথার্থ হয়েছিল৷ মুশারফের এই বক্তব্য যে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের সন্ত্রাস ও চিনের পক্ষপাতিত্বকেই তুলে ধরল, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

The post মাসুদ আজহার জঙ্গি, তকমা খোদ মুশারফের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement