সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন যাই হোক না কেন, নেতা-কর্মীদের মনোবলে যাতে কোনও ঘাটতি না পড়ে সেদিকে সতর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের পর দলের কর্মীদের উৎসাহ, উদ্দীপনা চাঙ্গা করতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ভোটারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সোশাল মিডিয়ায় লিখলেন, দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ। একইসঙ্গে লিখলেন, 'দ্বিতীয় দফার নির্বাচন আরও হতাশ করতে চলেছে বিরোধীদের।'
দ্বিতীয় দফার নির্বাচনপর্ব শেষ হওয়ার পর সন্ধ্যা ৬.৫০ নাগাদ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "অত্যন্ত ভালো হল দ্বিতীয় দফার নির্বাচন। দেশ জুড়ে যারা আজ ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয় দফায় এনডিএ-র প্রতি জনগণের বিপুল সমর্থন বিরোধীদের আরও হতাশ করতে চলেছে। ভোটাররা চান দেশে এনডিএ-র সুশাসন প্রতিষ্ঠিত হোক। দেশের যুব ও মহিলা ভোটাররা এনডিএকে আরও শক্তিশালী করছে।"
[আরও পড়ুন: পাঁঠার মাংস না পেয়ে ক্যাটারিং কর্মীকে বেধড়ক মার, পালাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু যুবকের!]
দেশের ১৩ রাজ্যের ৮৯ কেন্দ্রে শেষ হয়েছে ভোট গ্রহণ। সবকটি আসন মিলিয়ে মোট ভোটদানের হার ৬০.৭ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ১৩টি রাজ্যের মধ্যে মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬ শতাংশ, ৫৩ শতাংশ এবং ৫৩.৫ শতাংশ। নির্বাচন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার ঠিক পর প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর বার্তা। তবে ভোট শতাংশ প্রকাশ্যে আসার পর এনডিএ'র বিপুল জয় প্রধানমন্ত্রী এই বার্তা আসলে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: বুলেটে ব্যালট রোখার ছক জেহাদিদের! ভোটের কাশ্মীরে খতম লস্কর জঙ্গি]
একইসঙ্গে মোদির বার্তার পর বিরোধী শিবিরের দাবি, আসলে প্রধানমন্ত্রী বুঝতে পারছেন বিজেপি তথা এনডিএর ফলাফল অত্যন্ত খারাপ হতে চলেছে। বিষয়টি যাতে কর্মী সমর্থকদের উৎসাহে প্রভাব না ফেলে তাই এই বার্তা প্রধানমন্ত্রীর। ঠিক একইভাবেই এই নির্বাচনে ৪০০ পারের বার্তা দিয়ে চলেছেন তিনি। তা যে একেবারেই অসম্ভব প্রধানমন্ত্রী নিজেও জানেন সে কথা। তাই দলের নেতা কর্মীদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে খুশি রাখতেই মোদির এই বার্তা।