shono
Advertisement

মাধ্যমিক পাশেও মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না

শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে মিলতে পারে চাকরি।
Posted: 04:12 PM Nov 21, 2020Updated: 04:12 PM Nov 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্দিকে স্নাতক, স্নাতকোত্তরের সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁদের ভিড়ে কী নিজেকে একা লাগছে? মাধ্যমিক পাশের যোগ্যতা নিয়ে চাকরি আদৌ কপালে জুটবে কিনা, তা নিয়ে চিন্তিত? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, নদিয়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ন’জনকে ফ্লেবটোমিস্ট (Phlebotomist) পদে নিয়োগ করা হবে। আগামী বছরের মার্চ পর্যন্ত চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউর মাধ্যমে হবে কর্মীনিয়োগ। তবে তার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

ফ্লেবটোমিস্ট (সেফ হোম)
শূন্যপদ: ৯টি
আবেদনের শর্ত:
১. ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. ফ্লেবটোমিস্ট কোর্স পাশ হতে হবে অথবা ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: দেশসেবা করতে চান? উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সেনাবাহিনীতে চাকরির সুযোগ]

বেতন:
প্রতি মাসে বেতন ৫ হাজার টাকা।

প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া:
ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

ইন্টারভিউর দিনক্ষণ:
আগামী ২৪ নভেম্বর সকাল সাড়ে নটা থেকে শুরু হবে ইন্টারভিউ। আগ্রহীদের তাতেই উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউর স্থান:
অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার, নদিয়া, ডিস্ট্রিক্ট হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ৫, ডিএল রায় রোড, পোস্ট অফিস: কৃষ্ণনগর, জেলা: নদিয়া, পিন কোড: ৭৪১১০১।

চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য //nadia.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: স্নাতক হয়ে চাকরি খুঁজছেন? সামনেই স্টেট ব্যাংকে ভাল পদে নিয়োগের সুবর্ণ সুযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement