গোবিন্দ রায়: এবারে করোনা ভ্যাকসিনের কুপন বিতরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাগজোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। অভিযোগ, করোনা ভ্যাকসিনের প্রতিটি কুপনে নিজের ছবি ‘প্রিন্ট’ করিয়েছেন পঞ্চায়েত প্রধান। সেই কুপন মানুষের বাড়ি-বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। আর তা নিয়ে বাগজোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে। যদিও পরে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ভুল স্বীকার করে নিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, গত ৩০ তারিখে বাগজোলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) ক্যাম্পের ব্যবস্থা করা হয়। তার আগে ২৯ তারিখ থেকে বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জামিরউদ্দিন মণ্ডল কুপন বিলি করতে শুরু করেন। সেই কুপনে ছিলে গ্রাম পঞ্চায়েত প্রধানের ছবি। বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়া হয় সেই কুপনও।
[আরও পড়ুন: WB Bypolls: উপনির্বাচনে ৪ কেন্দ্রেই ‘হোয়াইট ওয়াশ’, চব্বিশের আগে বড় শিক্ষা দিল বিজেপিকে?]
আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের কটাক্ষ, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের টিকাকরণ করাতে ব্যস্ত। সেই সময় তৃণমূল এই ভ্যাকসিন নিয়ে রাজনীতিতে নেমেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই আচরণের ধিক্কার জানাচ্ছি।” এ বিষয় নিয়ে বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জামিরউদ্দিন মণ্ডল জানিয়েছেন,”দলীয় কর্মী এবং পঞ্চায়েতের কর্মচারীরা আবেগপ্রবণ হয়ে আমার ছবি দিয়ে ফেলেছেন। এটা অত্যন্ত ভুল হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী।”
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে দাউদের দাপট, ঘোজাডাঙায় আমদানি-রপ্তানির হাল বেহাল]
বাগজোলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব রাজীব বিশ্বাস ভুল স্বীকার করে নিয়েছেন। বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিম এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত প্রধান বিষয়টি এটা কেন করলেন, সে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।