Advertisement
বিরাট ফর্ম ফেরাচ্ছে এক দশক আগের স্মৃতি, ট্রেন্ডে গা ভাসিয়ে ফিরে দেখা ২০১৬-র ক্রিকেট দুনিয়া
২০১৬ সালে টেস্ট ক্রিকেটের শিখরে ছিল টিম ইন্ডিয়া। দশ বছর পর কী দশা!
২০২৬-ই নতুন ২০১৬। নতুন ট্রেন্ডে মেতেছে নেটদুনিয়া। ক্রিকেটই বা তার থেকে বাদ যায় কেন? আর একদশক আগে ফিরলে পুরোটাই বিরাট ময়। ২০২৬-এও যেন সেই ফর্মেই খেলছেন বিরাট কোহলি।
২০১৬ সালের ক্রিকেট দুনিয়া ছিল ঘটনাবহুল। কোহলির নেতৃত্বে টেস্টে বছরভর ভারতের দাপট ছিল। আবার দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান সফল হয়নি মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়ার।
কোহলির আগুনে ফর্মের কথা বললে অবশ্যই মনে পড়বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের কথা। সুপার টেনের ম্যাচে ৫১ বলে ৮২ করে জিতিয়েছিলেন ভারতকে। বলা হয়, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা রান তাড়ার ইনিংস ছিল সেটা।
২০১৬ সালে আরসিবি'র হয়ে ৯৭৩ রান করেছিলেন। যা আজও রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ৬৪১। ওয়ানডেতে ৭৩৯ আর টেস্টে ১২১৫। ওই সময় থেকেই শুরু কিং কোহলি জমানা।
ওই বছরই দ্রুততম ২৫ টি ওয়ানডে সেঞ্চুরি। রান তাড়ায় ১৪টি ওয়ানডে সেঞ্চুরিতে শচীন তেণ্ডুলকরের রেকর্ড স্পর্শ। একমাত্র ভারতীয় অধিনায়ক, যিনি টেস্টে তিনটি ডবল সেঞ্চুরি করেন। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে এক বছরে ৯টি টেস্ট জয়।
টিম ইন্ডিয়া বছর শেষ করেছিল টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে। অনিল কুম্বলের কোচিংয়ে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক করেছিল। ১২ ম্যাচে মোট ৭২টি উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজারা।
গৌতম গম্ভীরও ছিলেন সেই দলে। যিনি এখন ভারতীয় দলের কোচ। অথচ তাঁর অধীনেই এখন হতশ্রী দশা ভারতীয় টেস্ট দলের। হেরে চলেছে ওয়ানডে সিরিজেও।
২০১৬ সালে কোহলি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ বলে ১১৩ রান করেন। সেঞ্চুরির পর হাতের আঙুলে টোকা মেরে সেলিব্রেশন করেন। কারণ হাতে ৯টা সেলাই নিয়ে খেলেছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালেই ছিটকে যায়। তবে স্মরণীয় হয়ে আছে সুপার ১০-এ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি। শেষ ৩ বলে বাংলাদেশের দরকার ছিল মাত্র ২ রান। পরপর দু'টি উইকেট হারানোর পর শেষ বলে রান নিতে দৌড়য় বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু চিতার মতো গতিতে ছুটে এসে রানআউট করেন ধোনি। ভারত জেতে ১ রানে।
Published By: Arpan DasPosted: 06:47 PM Jan 20, 2026Updated: 06:47 PM Jan 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
