Advertisement
গোপন ‘পাওয়ার আওয়ারে’ই সাফল্যের চূড়ায় মাস্ক-আম্বানি, জীবনের সঙ্গে জুড়ে নিন এসব অভ্যাস
সফলদের এই ‘পাওয়ার আওয়ার’ বা বিশেষ সময়ের ব্যবহারই সাধারণ মানুষের থেকে তাঁদেরকে আলাদা করে দিয়েছে।
টিম কুক থেকে মুকেশ আম্বানি— প্রত্যেকের সাফল্যের পিছনে রয়েছে এক কঠোর নিয়মশৃঙ্খল। সফলদের এই ‘পাওয়ার আওয়ার’ বা বিশেষ সময়ের ব্যবহারই সাধারণ মানুষের থেকে তাঁদেরকে আলাদা করে দিয়েছে। অতিমারি পরবর্তী সময়েও এই রুটিনেই আস্থা রেখেছেন ভারত তথা বিশ্বের শ্রেষ্ঠ বিজনেস টাইকুনরা।
অ্যাপল সিইও টিম কুক ভোর ৩:৪৫-এ ঘুম থেকে ওঠেন। দিনের শুরুতে নিভৃতে ইমেল চেক করেন। জিম সেরে নেন। এটিই তাঁর দিনের ‘পাওয়ার আওয়ার’।
ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি খুব ভোরে ওঠেন। কাজ শুরুর আগে তিনি দীর্ঘক্ষণ শরীরচর্চা ও যোগব্যায়াম করেন। এটি তাঁর মানসিক একাগ্রতা বৃদ্ধি করে।
টেসলা প্রধান এলন মাস্ক তাঁর পুরো দিনকে ৫ মিনিটের ব্লকে ভাগ করে নেন। প্রতিটি মুহূর্তকে তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যবহার করেন, যা সময়ের অপচয় রোধ করে।
আমাজন প্রতিষ্ঠাতা সকালে কোনও জরুরি সিদ্ধান্ত নেন না। তিনি সকালের সময়টা পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসেন। সকলকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট সারেন। হাই-প্রোফাইল মিটিং করেন বেলা ১০টার পর।
কিংবদন্তি রতন টাটা তাঁর দিনের নির্দিষ্ট সময় রাখতেন পড়াশোনার জন্য। তিনি মনে করতেন, শেখার কোনও শেষ নেই। তাঁর শান্ত স্বভাবের পিছনে ছিল নিয়মিত পড়ার অভ্যাস।
শিল্পপতি আনন্দ মহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও তা অত্যন্ত পরিকল্পিত। তিনি ডিজিটাল দুনিয়া ও বাস্তব কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে নিজের রুটিন মেনে চলেন।
অধিকাংশ সফল ব্যক্তিত্বই শরীরচর্চাকে অগ্রাধিকার দেন। সুস্থ শরীর ছাড়া তীক্ষ্ণ মস্তিষ্ক বজায় রাখা অসম্ভব বলে তাঁরা মনে করেন। দিনের শুরুতেই তাঁরা ঘাম ঝরান।
সফল ব্যক্তিরা ঘণ্টার পর ঘণ্টা বৈঠক অপছন্দ করেন। এজেন্ডা মেনে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতেই তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে সময় ও শ্রম বাঁচে।
Published By: Buddhadeb HalderPosted: 05:15 PM Jan 20, 2026Updated: 07:04 PM Jan 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
