Advertisement
রূপকথার বিয়ে জেফ বেজোসের, ভিআইপি অতিথিরা উপহারে পেলেন হাওয়াই চটি! কিন্তু কেন?
অতিথি তালিকায় বিল গেটস, কিম কার্দাশিয়ান, ট্রাম্পকন্যা ইভাঙ্কা... কে নেই!
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন স্যানচেজের স্বপ্নের বিয়ে নিয়ে শোরগোল গোটা বিশ্বে। একে 'শতাব্দীর বিয়ে' বলেই অভিহিত করা হচ্ছে।
সান জর্জিও মাজিওরে দ্বীপে বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকাও ছিল চোখ ধাঁধানো। বিল গেটস, কিম কার্দাশিয়ান, ট্রাম্পকন্যা ইভাঙ্কা... কে নেই! বর-কনের তরফে তাঁদের যে উপহার দেওয়া হল তাও অভিনব।
৬১ বছরের বেজোস। ৫৫ বছরের স্যানচেজ। তাঁদের গাঁটছড়া বাঁধার খবরের দিকে শুক্রবার নজর ছিল গোটা বিশ্বের। আমাজন কর্তা অতিথিদের দিলেন অভিনব উপহার। হাওয়াই চটি। কিন্তু কেন হাওয়াই চটি।
আসলে বেজোস দম্পতি চেয়েছিলেন যেন অতিথিরা আরামে থাকতে পারেন বিবাহ বাসরে। লনে ঘুরে বেড়াতে পারেন স্বচ্ছন্দে। সেই কারণেই তাঁদের দেওয়া হল হাওয়াই চটি।
লিওনার্দো ডি ক্যাপ্রিও, বিল গেটস, কিম কার্দাশিয়ান, ট্রাম্পকন্যা ইভাঙ্কা, ওফ্রা উইনফ্রে প্রমুখ ভিভিআইপির সঙ্গেই বেজোস-স্যানচেজের বিয়ের সাক্ষী হতে হাজির ছিলেন প্রায় ৭০ জন আত্মীয় পরিজন।
Published By: Biswadip DeyPosted: 01:53 PM Jun 28, 2025Updated: 02:18 PM Jun 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
