Advertisement
আবির-প্রিয়াঙ্কার নতুন ছবিতে থাকছে কোন টুইস্ট? প্রকাশ্যে এল লুক
দেখে নিন ছবির শুটিংয়ের এক্সক্লুসিভ ছবি।
এবার অভিরূপ ঘোষের আগামী ছবিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারকে। এক একান্নবর্তী পরিবারের গল্প বলবে এই ছবি।
তবে একান্নবর্তী পরিবারের গল্প বলা হলেও এই ছবি কিন্তু হতে চলেছে হরর-থ্রিলার ঘরানার। গল্প দানা বাঁধবে গ্রামের বাড়িতে দুর্গাপুজোর প্রেক্ষাপটে। পরিবারের অন্যতম দুই সদস্যের চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক ও ঐশ্বর্য সেনকে।
তবে একান্নবর্তী পরিবারের গল্প বলা হলেও এই ছবি কিন্তু হতে চলেছে হরর-থ্রিলার ঘরানার। গল্প দানা বাঁধবে গ্রামের বাড়িতে দুর্গাপুজোর প্রেক্ষাপটে।
Published By: Arani BhattacharyaPosted: 04:39 PM Aug 04, 2025Updated: 04:50 PM Aug 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
