Advertisement
বিদেশে নয়, দেশেই মধুচন্দ্রিমা সামান্থার, বললেন, 'জীবনে এত সুখ পাইনি...'
দ্বিতীয় বিয়ের কটাক্ষ-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে হানিমুনে অভিনেত্রী।
সোমবার থেকেই চর্চায় সামান্থা রুথ প্রভুর বিয়ে। সিনেদুনিয়া থেকে সোশাল পাড়া সর্বত্র ‘সামান্থাময়’। বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংসে শুভেচ্ছার সঙ্গে অভিনেত্রীর সঙ্গী হয়েছে বিতর্কও। তবে কটাক্ষ-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে হানিমুনে অভিনেত্রী।
বিয়ের মতো মধুচন্দ্রিমাতেও খরচের বহর নেই নায়িকার। সদগুরুর আশ্রমে সাতপাক ঘুরেছিলেন। এবার হানিমুন ডেস্টিনেশন হিসেবে বেছে নিলেন নিজের দেশকেই।
বুধবার 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছেন সামান্থা। বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে হাসিমুখে কথাও বলেন অভিনেত্রী।
সামান্থা জানিয়েছেন, "জীবনে কোনওদিন নিজেকে এত সুখী মনে হয়নি। রহাজ আমাকে সবদিক থেকে পরিপূর্ণ করেছে। এবার আমরা মধুচন্দ্রিমায় যাচ্ছি।" কিন্তু গেলেন কোথায়?
গন্তব্য অবশ্য নায়িকা নিজে ফাঁস না করলেও বলিউড মাধ্যম সূত্রে খবর, হানিমুন ডেস্টিনেশন হিসেবে গোয়াকেই বেছে নিয়েছেন রাজ-সামান্থা। আসলে গোয়া অভিনেত্রীর ভীষণ প্রিয় জায়গা। সেইজন্যই হয়তো মনের মানুষকে নিয়ে সমুদ্র সৈকতে রোম্যান্সে ভাসবেন সামান্থা।
পরিচালক-অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে এটি। আর সেই প্রেক্ষিতেই অভিনেত্রীকে ‘ঘরভাঙানি’ বলে কটাক্ষ শুনতে হচ্ছে বর্তমানে! তবে এমন আবহে ‘স্টার বউমা’ সামান্থার পাশে দাঁড়িয়ে্ছে রাজের পরিবার।
রাজের বোন শীতল নিদিমরু সোশাল মিডিয়ায় নবদম্পতিকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল, শ্বশুরবাড়ির সদস্যদের বৃত্তে হাসিমুখে পরস্পরের হাত ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন রাজ-সামান্থা। নায়িকার ননদের আবেগঘন এহেন পোস্টই বলে দেয় যে, শত নিন্দে-কটাক্ষের মাঝেও সামান্থার পাশে রয়েছে তাঁর শ্বশুরবাড়ি। (ছবি- ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 09:45 PM Dec 03, 2025Updated: 09:49 PM Dec 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
