Advertisement
গায়ে হলুদে ফুলেল সাজ কীভাবে আরও তরতাজা রাখবেন, রইল টিপস
বিয়েতে ফুলের সাজে হয়ে উঠুন আরও মোহময়ী।
বিয়ের গয়না বলতে সোনা কিংবা হিরে ছাড়া যেন কিছুই মাথায় আসে না। আর বউভাতের রাতে ফুলের গয়নাও পরতেন কনেরা। বর্তমানে যদিও সাজপোশাকের ধারা বদলেছে। বহু কনেই গায়ে হলুদের সময় পরেন ফুলের গয়না। তা যেন এখন নিউ নর্ম্যাল।
গলা, হাতের পাশাপাশি মাথাতেও ফুলের গয়নাগাটি পরেন কনেরা। বলিউড সেলেব থেকে টলিউড অভিনেত্রী কিংবা আপনার পাশের বাড়়ির লাজে রাঙা কনে সকলেই এই ধরনের ফুলের গয়নায় সাজেন।
মূলত গাঁদা কিংবা গোলাপ দিয়ে গয়না তৈরি হয়। কেউ কেউ অবশ্য জুঁই কিংবা টগর ফুলের গয়নাও পরেন। আবার কারও পরনে থাকে কৃত্রিম ফুলের গয়না। কাপড় দিয়ে তৈরি ফুলের গয়নায় জরি, পুঁথির মালা দিয়ে অসাধারণ রূপ দেন শিল্পী। যা বিয়ের সাজগোজের সঙ্গে বেশ মানানসই।
বিয়েতে কোন রঙের পোশাক পরছেন তার উপর নির্ভর করে বাছুন ফুলের গয়না। নইলে সাজটাই মাটি। লাল পোশাকের সঙ্গে অবশ্যই হলুদ এবং সাদা রঙের ফুলের গয়না বাছুন।
আপনার বিয়ের পোশাক কি গোলাপি রঙের? তবে ফুলের গয়নার রং হবে হলুদ কিংবা ল্যাভেন্ডার। সবুজ পোশাকের সঙ্গে গোলাপি এবং সাদার মিশেলে ফুলের গয়না বাছুন।
কৃত্রিম ফুলের গয়না হলে কোনও চিন্তা নেই। তবে টাটকা ফুলের গয়না হলে তা তরতাজা রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতেই হবে।
ফুলের গয়না ফ্রিজে রাখুন। ভুল করেও সূর্যের আলোতে রাখবেন না। যখন গয়না পরবেন তখনই ফ্রিজ থেকে বের করুন। তার বেশি আগে বের করবেন না।
Published By: Sayani SenPosted: 04:30 PM Dec 04, 2025Updated: 05:24 PM Dec 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
