Advertisement
স্বপ্নসুন্দরী অদ্রিজা, মুম্বই কাঁপানো বঙ্গললনার বোল্ড অ্যালবাম দেখুন
উত্তাল যৌবনের ছ্যাঁকা!
পর পর হিন্দি সিরিয়ালে অভিনয় করে অদ্রিজা রায় বর্তমানে হিন্দি টেলিদুনিয়ায় মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছেন।
সোশাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা অগণিত। বঙ্গকন্যার বোল্ড অবতার দেখে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
এবার সুইমিং পুলে জলকেলর ছবি দিয়ে শোরগোল ফেলে দিলেন অদ্রিজা রায়। সম্প্রতি বালি ঘুরতে গিয়েছিলেন সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী।
'বেদেনি মলুয়ার কথা' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের সফর শুরু করেছিলেন অদ্রিজা। এর পর 'পটলকুমার গানওয়ালা', 'মৌ এর বাড়ি'র মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে।
Published By: Sandipta BhanjaPosted: 09:22 PM Jun 09, 2025Updated: 09:22 PM Jun 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ