Advertisement
স্মৃতি-এলিসিদের দলে নতুন 'ক্রাশ' লরেন বেল, আরসিবি যেন রয়্যাল 'কিউটিস' বেঙ্গালুরু!
মহিলা প্রিমিয়ার লিগে গতির সঙ্গে রূপের ছটায় মুগ্ধ করবেন ব্রিটিশ সুন্দরী লরেন।
দলে স্মৃতি মন্ধানা, এলিসি পেরির মতো ক্রিকেটার। শুধু ব্যাট হাতে প্রতিভার চমক, তাঁদের রূপেও মুগ্ধ ক্রিকেট দুনিয়া। আর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিলেন ব্রিটিশ পেসার লরেন বেল। মহিলা প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই ভাইরাল আরসিবি'র নতুন ক্রিকেটার।
লরেনকে ইতিমধ্যেই 'ক্রাশ' বলে ঘোষণা করে দিয়েছে নেটদুনিয়া। তাঁকে ৯০ লক্ষ টাকায় কেনে আরসিবি। এর আগে ইউপি ওয়ারিয়ার্সের হয়ে খেলেছেন। এবার নতুন দলের হয়ে গতির আগুন ছোটাবেন ২৪ বছর বয়সি পেসার।
তবে আপাতত তাঁর 'রূপের আগুনে' পুড়ছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে লরেনের টোল পড়া মুচকি হাসির ছবিতে শুরু হয়েছে 'লাভের' বন্যা। অনেকে তো বলতে শুরু করেছেন, শুধুমাত্র লরেনের জন্যই মহিলা প্রিমিয়ার লিগ দেখবেন।
কিন্তু কে এই নতুন 'হার্টথ্রব'? ইংল্যান্ডের সুইনডনে জন্ম। উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এত উচ্চতার জন্য তাঁকে 'দ্য শ্রাড' বলেও ডাকা হয়। লন্ডনের এই বিখ্যাত স্থাপত্যের উচ্চতা ১০০০ ফুটের বেশি। অবশ্য এই উচ্চতার জন্য বাড়তি পেস ও বাউন্স পান লরেন। যা ব্যাটারদের বিপাকে ফেলে।
২০২২-এ ইংল্যান্ডের হয়ে অভিষেক। দেশের হয়ে ৫টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট সংখ্যা যথাক্রমে ১৮, ৪৪, ৫০। অ্যাসেজ দলেও আছেন লরেন। অন্যদিকে মহিলা প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়ার্সে খেলা ছাড়াও বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলেছেন।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লরেন বেলের মোট সম্পদের পরিমাণ প্রায় ১-১.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা। ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি, দ্য হান্ড্রেড চুক্তি, ঘরোয়া ক্রিকেট খেলা, ব্র্যান্ডের বিজ্ঞাপন, বোনাস এবং ম্যাচ ফি থেকে অর্থ উপার্জন করেন তিনি।
শৈশব থেকে বিভিন্ন খেলাধুলোর সঙ্গে যুক্ত লরেন। মজার বিষয় ক্রিকেট নিয়ে কোনও পরিকল্পনা ছিল না। শুরুটা হয়েছিল ফুটবল দিয়ে। পরে ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা জয়ী হয়। ২০১৭ সাল থেকে পেশাদার ভাবে ক্রিকেট খেলা শুরু হয় লরেনের।
Published By: Arpan DasPosted: 05:39 PM Nov 29, 2025Updated: 05:39 PM Nov 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
