Advertisement
বিরাটের চেয়ে বড় অ্যাথলিট অনুষ্কা! স্ত্রীকে কোন কাজে হারালেন কোহলি? বিরুষ্কার ভিডিওতে গদগদ নেটপাড়া
আমজনতার কাছে তাঁরা পাওয়ার কাপল। একসঙ্গে তাঁদের দেখে ভালোবাসার মানে খুঁজে পান অনেকে।
আমজনতার কাছে তাঁরা পাওয়ার কাপল। একসঙ্গে তাঁদের দেখে ভালোবাসার মানে খুঁজে পান অনেকে। সেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সুখী সম্পর্কের অন্যতম সিক্রেট হল খুনসুটিতে মেতে ওঠা।
বিজ্ঞাপনের ভিডিও হোক বা যুগলে ইন্টারভিউ, অনেক ক্ষেত্রেই দেখা যায় একে অপরকে মজার ছলে বিরক্ত করছেন বিরুষ্কা। খেলার মাঠ হোক বা ক্যামেরার সামনে, জীবনসঙ্গীর লেগপুল করতে মোটেই ভুল হয় না বিরাট-অনুষ্কার।
সদ্য প্রকাশিত একটি ভিডিওতেও ধরা পড়েছে বিরুষ্কার সেই দুষ্টুমিষ্টি খুনসুটি। দেখা গিয়েছে, বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম বিরাটকে অবলীলায় খেলার ময়দানে হারিয়ে দিলেন অনুষ্কা।
পয়েন্ট জিতেই বিরাটকে বিঁধে বলি অভিনেত্রীর সদর্প ঘোষণা, "আমি কিন্তু তোমার থেকে ভালো অ্যাথলিট।" 'হেরে যাওয়া' বিরাট স্রেফ ভেংচি কাটলেন স্ত্রীকে। পরে বললেন, 'আমি তোমার থেকে ভালো নাচি।' তবে এই ম্যাচটা অবশ্য ক্রিকেটে নয়, হয়েছে দুবাইয়ের মরুভূমিতে।
হেরে যাওয়া বিরাটের জন্য আবার আলাদা করে সারপ্রাইজও প্ল্যান করেছেন অনুষ্কা। মরুভূমিতে টেন্ট বিছিয়ে সময় কাটানো থেকে শুরু করে দুবাইয়ে শপিং সবকিছুই করেছেন কোহলিপত্নী। তাতে হাসি ফুটেছে কিংয়ের মুখে।
বিরাট সবচেয়ে খুশি হয়েছেন যখন দুবাইয়ে থালা সাজিয়ে ছোলা-বাটুরা এনে হাজির করেছেন অনুষ্কা। হেরে যাওয়ার যাবতীয় রাগ-দুঃখ তখন গলে জল। প্রিয় খাবার খেয়ে বিরাটের মন 'খুশ'।
তবে এই প্রথমবার নয়। খেলতে নেমে আগেও স্ত্রীর কাছে হার মেনেছেন বিরাট। কখনও বাড়ির সামনে ক্রিকেট খেলা, কখনও বা পিকলবলে জিতেছেন অনুষ্কা। তখনও মজা করে ঘোষণা করেছেন, তিনি বিরাটদের চেয়ে বড় খেলোয়াড়।
মাঝেসাঝে একসঙ্গে মিলেও খেলতে দেখা গিয়েছে বিরুষ্কাকে। পিকলবল, ব্যাডমিন্টন কোর্টে জুটি হিসাবে বিরাট-অনুষ্কাকে খেলতে দেখেছেন আমজনতা। সেসব দেখে সকলেই বলেন, বিরুষ্কা প্রকৃত অর্থে 'কাপল গোলস'।
বিয়ের ৮ বছর পরেও ‘পাওয়ার কাপলে’র প্রেম এতটুকু কমেনি, এমনটাই মনে করছেন নেটিজেনরা। অনেকের মতে, জীবনের নতুন ইনিংসে এভাবেই নিজের স্ত্রী’র সঙ্গে সময় কাটাতে চান বিরাট। সবসময়ে একে অপরের পাশে থেকেই জীবনকে উপভোগ করতে চান।
Published By: Anwesha AdhikaryPosted: 08:52 PM Jan 22, 2026Updated: 08:52 PM Jan 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
