-
- ফটো গ্যালারি
- Apart from payal kapadia and anasuya sengupta here are the indians who ruled cannes 2024
Cannes-এ এবার ভারতের জয়জয়কার, অনসূয়া-পায়েলদের পাশাপাশি নজর কাড়লেন কারা?
এবার কান-এর রেড কার্পেটও ছিল বৈচিত্রময়।
Tap to expand
এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছেন অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য ‘Un Certain Regard’ বিভাগের সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি।
Tap to expand
এর পর ছিল পায়েল কাপাডিয়ার পালা। 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমার জন্য গ্রাঁ প্রি জিতে নজির গড়লেন ভারতীয় পরিচালক। তাঁর ছবিতে আবার অভিনয় করেছেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেত্রী ছায়া কদম। তিনিও ছিলেন মঞ্চে।
Tap to expand
সিনেম্যাটোগ্রাফিতে নিজের অবদানের জন্য Pierre Angenieux ExcelLens পুরস্কার পেয়েছেন সিনেমাটোগ্রাফার সন্তোষ শিবন। শুধু ভারতবর্ষ নয়, সম্পূর্ণ এশিয়ার মধ্যে প্রথমবার কেউ এই পুরস্কার পেল।
Tap to expand
FTII-এর ছাত্র চন্দন এস নায়েকের তৈরি সিনেমা 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো' এবারের কান চলচ্চিত্র উৎসবে লা সিনেফ পুরস্কার জিতে নিয়েছে।
Tap to expand
এবার কান-এর রেড কার্পেটও ছিল বৈচিত্রময়। একদিকে যেমন ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আডবাণী। অন্যদিকে আবার স্মিতা পাতিলের ছেলে প্রতীক গান্ধীর সঙ্গে দেখা যায় নাসিরউদ্দিন শাহ ও রত্না পাঠককে।
Tap to expand
ভারতীয় ইনফ্লুয়েন্সাররাও এবারে রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে বাজিমাত করেছেন ন্যান্সি ত্যাগী। দিল্লির এই ফ্যাশন ব্লগারকে দেখে মুগ্ধ গোটা বিশ্ব। খোদ সোনম কাপুর ন্যান্সির তৈরি পোশাক পরার আবদার জানিয়েছেন।
Tap to expand
১৭ বছর পর কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ফিরলেন প্রীতি জিনটা। সাদা গাউনে অভিনেত্রীর সৌন্দর্য দেখে মুগ্ধ অনুরাগীরা। নজর কেড়েছেন শোভিতা ধুলিপালা ও অদিতি রাও হায়দরি। ছবি: সংগৃহীত।
Published By: Suparna MajumderPosted: 01:09 PM May 26, 2024Updated: 04:36 PM May 26, 2024
এবার কান-এর রেড কার্পেটও ছিল বৈচিত্রময়।