Advertisement
একলা মানুষের জীবনেও আসে ভ্যালেন্টাইনস ডে, কীভাবে একাই উদযাপন করবেন প্রেমদিবস?
বছরের এই বিশেষ দিনে নিজের ছোটখাটো ইচ্ছেগুলোকে আশকারা দিতে ভুলবেন না।
সামনেই ভ্যালেন্টাইনস ডে। বয়স যাই হোক না কেন, এই দিনটিকে ঘিরে সকলেরই নানারকম পরিকল্পনা থাকে বছরভর। কেউ সঙ্গীকে উপহার দেন, ঘুরতে যান। কেউ আবার এই বিশেষ দিনেই পছন্দের মানুষের কাছে মনের কথা উজার করে দেন। কিন্তু এ তো রইল মিঙ্গলদের প্ল্যান। এই বিশেষ দিনে চারপাশের প্রেমের মরশুম সিঙ্গেলদের যে মনখারাপের কারণ হয়ে ওঠে তা বলাই বাহুল্য। কিন্তু মুখভার করে না থেকে সিঙ্গলরা নিজেদের ভালোবেসে, নিজেদের সঙ্গ উপভোগ করেই কিন্তু স্পেশাল করে তুলতে পারেন দিনটা।
নিজেকে কে না ভালোবাসে! এর থেকে সুন্দর আর কিছু হতেই পারে না। প্রেমদিবসে নিজের ছোট খাটো ইচ্ছেগুলোকে একটু বেশিই আশকারা দিন। হাতে অনেকটা সময় থাকলে চলে যান স্যালোঁতে। পছন্দমতো ট্রিটমেন্ট করান। বাড়ি ফিরে সুন্দর করে বাবল বাথ নিতে পারেন।
সিনেমা দেখতে, বই পড়তে সকলেই কমবেশি ভালোবাসেন। কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। বই পড়া-সিনেমা দেখার জন্য বেছে নিন এই দিনটিকেই।
খাওয়াদাওয়া করতে কে না ভালোবাসে। কিন্তু কাজের চাপে বাইরে খেতে যাওয়ার সময় পাননা অনেকেই। নিজেকে প্যাম্পার করতে এইদিনটিকেই নাহয় বেছে নিলেন। একা একাই পৌঁছে যান পছন্দের রেস্তরাঁয়। বসে পড়ুন পছন্দের মেনু নিয়ে। অথবা বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দের পদ। দেখবেন একাকীত্ব বোধ ভ্যানিশ।
প্রেমে রয়েছেন কিন্তু চিঠি লেখেননি এমন হয়তো কেউ নেই। ভালোবাসা প্রকাশের একটা বড় মাধ্যমই হল চিঠি। এবছর ভ্যালেন্টাইনস ডে-তে নিজেকে চিঠি লিখুন। ছবি আঁকুন।
এই দিনে কমবেশি সকলেই সঙ্গীর হাতে হাত রেখে ঘুরতে যান। তাই বলে একলারা কি বাড়িতে বসে থাকবেন? একদম নয়। একাই বেরিয়ে পড়ুন। কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গা থাকলে চলে যান। আর যদি হাতে ২-৩ দিনের ছুটি থাকে তাহলে তো কেল্লাফতে! একাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন।
তবে এই দিনটা যে শুধু নিজের সঙ্গেই কাটাতে হবে, তা কিন্তু নয়। পরিবারের সদস্যদের সঙ্গে লাঞ্চ বা ডিনারের প্ল্যান করুন। ঘুরতেও যেতে পারেন কাছাকাছি কোথাও।
Published By: Tiyasha SarkarPosted: 05:37 PM Jan 20, 2026Updated: 05:37 PM Jan 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
