-
- ফটো গ্যালারি
- Bangladesh actress pori moni arranges sundarban theme birthday party for son
উত্তাল বাংলাদেশ, তার মাঝেই 'সুন্দরবন থিমে' ছেলের জন্মদিন পালন পরীমণির, দেখুন অ্যালবাম
সুন্দরবন থিমে সেজে উঠল বার্থডে পার্টির আসর।
Tap to expand
অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনা দেশত্যাগ করার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পরীমণি। 'মা বাংলাদেশ' যে তাঁর হয়ে প্রতিশোধ নিয়েছে সেকথা জানিয়েছিলেন।
Tap to expand
কিন্তু দেশ উত্তাল বলে কি আর নিজের একমাত্র সম্বল ছেলের জন্মদিন পালন হবে না! মন শক্ত রেখেই দারুণ বার্থডে পার্টির আয়োজন করে ফেললেন অভিনেত্রী।
Tap to expand
সম্প্রতি ২ বছরে পা রাখল পরীমণির ছেলে রাজ্য। জানা গিয়েছে, সেই প্রেক্ষিতে পদ্মাবক্ষে সুন্দর জন্মদিনের আয়োজন করেছিলেন তিনি।
Tap to expand
গোটা আসর সেজে উঠেছিল সুন্দরবন থিমে। পরীমণির পোশাক যেন প্রজাপতির মতো। আর সুন্দরবনব মানেই প্রথমে দক্ষিণারায় রয়েল বেঙ্গল টাইগার-এর কথা মাথায় আসে। যা কিনা বাংলাদেশের জাতীয় পশুও।
Tap to expand
থিমের সঙ্গে মানানসই পোশাকও ডিজাইন করিয়েছিলেন পরীমণি। ছেলেকে সাজিয়েছিলেন বাঘের মতো ডোরাকাটা ডিজাইনের ব্লেজারে।
Tap to expand
ছোট্ট পুন্যকে দিব্যি লাগছিল দেখতে। মায়ের হাত ধরে কেক কাটতে দেখা যায় তাকে। দত্তককন্যাকেও কোলে নিয়ে ছবি তোলেন পরীমণি।
Tap to expand
কোনও ছবিতে সকলের সঙ্গে উল্লাসে মেতে উঠতে দেখা যায় পরীপুত্রকে। একমাত্র সন্তানের দুই বছরে জন্মদিনের আয়োজনে কোনওরকম খামতি রাখেননি অভিনেত্রী।
Tap to expand
ছেলের বার্থডে পার্টির অ্যালবাম শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন মা পরীমণি। আর সকলের কাছে একটাই আর্জি, "আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। দোয়া করবেন।" (ছবি : ফেসবুক)
Published By: Sandipta BhanjaPosted: 04:07 PM Aug 12, 2024Updated: 04:11 PM Aug 12, 2024
সুন্দরবন থিমে সেজে উঠল বার্থডে পার্টির আসর।