Advertisement
শ্রেয়া-অনুপমের 'আজ সারা বেলা', নতুন গানে আসর জমাল 'বহুরূপী' টিম
পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'বহুরূপী'।
মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজো রিলিজ বহুরূপীর নতুন গান আজ সারা বেলা। এই গানে জুটি বাঁধলেন সঙ্গীত পরিচালক অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল। গানের লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়. আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী।
পুজোর মরশুমে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। ছবির পয়লা ঝলক প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল। প্রতিবাদী শহরের মন খারাপেও দর্শকরা যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, শিবপ্রসাদ ও নন্দিতার বহুরূপীকে, তা বলাই বাহুল্য।
লোকগানের ছন্দে শিবপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেমও নজর কাড়ল সবার। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান।
Published By: Akash MisraPosted: 02:16 PM Sep 20, 2024Updated: 02:16 PM Sep 20, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ