Advertisement
শীতের বিছানায় স্নানপোশাকে 'আদুরে' শুভশ্রী, রাজ নন 'স্টানার' বলে প্রশংসায় ভরিয়ে দিলেন কে?
শীতের রোদ গায়ে মেখে স্নিগ্ধ ছবিতে অনুরাগীদের মন জয় করলেন শুভশ্রী। কে প্রশংসায় ভরালেন?
অনুরাগীমহলের কাছে তিনি বাংলার ‘লেডি সুপারস্টার’। বছর খানেক ধরেই একের পর এক ছবিতে ছকভাঙা চরিত্রে ধরা দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন। তাঁর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব সিনেমার চরিত্র।
সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় বিনোদিনীর ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন। এরপর রাজের ‘পরিণীতা’র ঝুলিতে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র মতো ডাকসাইটে চরিত্র। সংসার-শুটিং সমান তালে সামলে নিত্যনতুন ফটোশুটে চমক দিতেও তার জুড়ি মেলা ভার!
বুধবার সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানেই শ্বেতশুভ্র স্নানপোশাকে দেখা গেল অভিনেত্রীকে। শীতের রোদ গায়ে মেখে স্নিগ্ধ ছবিতে অনুরাগীদের মন জয় করেছেন তিনি।
কোনও ফ্রেমে বিছানায় আলগোছে গা এলিয়ে দিতে দেখা গেল তাঁকে তো কোনওটায় আবার ক্যামেরায় তাকিয়ে মিষ্টি হাসিতে নজর কেড়েছেন শুভশ্রী। অনুরাগীরাও মন্তব্য বাক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
অনেকে আবার সৃজিতের 'বিনোদিনী'র অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ বা আবার মনে করিয়ে দিলেন তাঁর সাম্প্রতিক ফিল্মি গ্রাফের কথা। একাংশ আবার শুভশ্রীর শ্বেতশুভ্র রূপে ঘায়েল হয়েছেন। আর সেই ফটোশুটেই 'আমার স্টানার' বলে শুভশ্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এক তারকা। তবে তিনি রাজ চক্রবর্তী নন। তাহলে?
Published By: Sandipta BhanjaPosted: 09:47 PM Jan 14, 2026Updated: 09:47 PM Jan 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
