Advertisement
ভিকি-ক্যাটরিনা থেকে রণবীর-আলিয়া, নভেম্বরে মা-বাবা হয়েছেন আর কোন তারকারা?
কোন কোন তারকার কোল আলো করে সন্তান এসেছে নভেম্বরে?
শুক্রবার ভিকি ক্যাটরিনার কোল আলো করে এসেছে পুত্রসন্তান। বলিউডের আগামী স্টার কিড বললেও ভুল হবে না। জানেন কি নভেম্বর মাসেই মা-বাবা হয়েছেন আর কোন তারকারা?
বলিউডের পাওয়ার কাপল রণবীর-আলিয়ার কন্যাসন্তান রাহা তাঁদের কোলজুড়ে এসেছিল নভেম্বরেই। ভিকি-ক্যাটরিনার সন্তানের ঠিক একদিন আগেই জন্মদিন রাহার। অর্থাৎ ৬ নভেম্বর।
বলিউডের 'হেভিওয়েট কাপল' অভিষেক-ঐশ্বর্য মা-বাবা হয়েছিলেন নভেম্বরেই। তাঁদের সন্তান আরাধ্যার জন্মও নভেম্বর মাসে। ১৬ নভেম্বর তারকা সন্তান আরাধ্যার জন্মদিন। প্রসঙ্গত একই মাসের পয়লা তারিখে ঐশ্বর্যরও জন্মদিন।
হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওলের জন্মদিনও নভেম্বরেই। বলিউডের তারকা দম্পতির সন্তান এষার জন্মদিন ২ নভেম্বর।
Published By: Arani BhattacharyaPosted: 06:18 PM Nov 07, 2025Updated: 07:09 PM Nov 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
