Advertisement
একে একে দুই, শ্রুতি-স্বর্ণেন্দুর দ্বিতীয় বিবাহবার্ষিকীতে দেখে নিন দাম্পত্যযাপনের মিষ্টি ঝলক
পরিচালক স্বামী স্বর্ণেন্দুকে নিয়ে আদুরে পোস্ট শ্রুতির, কী লিখলেন?
এদিন নিজেদের বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রুতি স্বামী স্বর্ণেন্দুর উদ্দেশে লিখেছেন, 'যুদ্ধজয়ের দ্বিতীয় বছর। মিসেস শ্রুতি স্বর্ণেন্দু সমাদ্দার হয়ে ওঠার ৭৩০ দিন'।
কীভাবে গড়ে উঠল তাঁদের এই সম্পর্ক? কাটোয়া থেকে আসা শ্রুতির জীবনের প্রথম ধারাবাহিক 'ত্রিনয়নী'। সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। ধীরে ধীরে ডিরেকটর সাহেবের সঙ্গে সখ্যতা বাড়ে শ্রুতির। তৈরি হয় ভালোবাসার সম্পর্ক।
যদিও তাঁদের এই সম্পর্ক, বয়সের পার্থক্য নিয়ে নানা সময় নানা কটূক্তি ধেয়ে এসেছে। কিন্তু কোনও কিছুতেই কর্ণপাত করেননি তাঁরা। শুধু ভরসা রেখেছেন নিজেদের ভালোবাসার উপর। অবশেষে ২০২৩ সালে ৯ জুলাই চারহাত এক হয় শ্রুতি ও স্বর্ণেন্দুর।
পরিবার, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বসেছিল তাঁদের বিয়ের আসর। আইনি বিয়ের পাশাপাশি শ্রুতির সিঁথি রাঙিয়ে এদিন শ্রুতির গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন স্বর্ণেন্দু। হয়েছিল আংটিবদলও।
স্বপ্নের মতো ছিল তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু। বিয়ের সাজও ছিল তাঁদের এক্কেবারে আলাদা। অভিষেক রায়ের ডিজাইন করা লাল পাইপিং দেওয়া সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবীতে সেজে উঠেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। শ্রুতি সেজেছিলেন পুরোদস্তুর রুপোর গয়নায়।
বিয়ের পর মিনি হনিমুনে পাহাড়ের কোলে গিয়েছিলেন তাঁরা। পরবর্তীতে পরিবার ও স্বর্ণেন্দুর সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন। নিজেদের কাজের ব্যস্ততার মাঝে সময় পেলেই দু'জনে একান্তে সময় কাটাতে বেরিয়ে পরেন।
Published By: Arani BhattacharyaPosted: 05:03 PM Jul 09, 2025Updated: 05:06 PM Jul 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
