Advertisement
বাবা-মায়ের নাম থেকে জাপানি সামুরাই, কোহলির শরীরের সব ট্যাটুর রহস্য জানেন?
বরাবরই ট্যাটু করাতে ভালোবাসেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে প্রকৃত ট্যাটুভক্ত বলা চলে। একাধিক ট্যাটু রয়েছে তাঁর শরীরে। প্রত্যেকটি ট্যাটুর সঙ্গে তাঁর জীবনের বিশেষ যোগ রয়েছে।
বরাবরই ট্যাটু করাতে ভালোবাসেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে প্রকৃত ট্যাটুভক্ত বলা চলে। একাধিক ট্যাটু রয়েছে তাঁর শরীরে। প্রত্যেকটি ট্যাটুর সঙ্গে তাঁর জীবনের বিশেষ যোগ রয়েছে। বাবা-মায়ের নাম থেকে শুরু করে নিজের ওডিআই ক্যাপের নম্বর, সব কিছুই বিরাটের শরীরে আঁকা। সেখানে রয়েছে গডস আই ট্যাটু থেকে জাপানি সামুরাই ট্যাটু। সেগুলো আলাদা আলাদা অর্থ বহন করে।
গডস আই ট্যাটু: বিরাটের হাতের এই বিশেষ ট্যাটু আধ্যাত্মিক অর্থ বহন করে। এর অর্থ, মানুষের কর্মের উপর সব সময় নজর রাখেন ঈশ্বর। কোহলি মনেপ্রাণে বিশ্বাস করেন, যাই ঘটুক না কেন, তাঁর উপর নজর রাখছেন সর্বশক্তিমান। অনেকের মতে, এই বোধ আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলেছে বিরাটকে।
জ্যামিতিক ফুলের নকশা: ২০২৩ সালের আইপিএল শুরুর আগে তাঁর ভক্তরা খেয়াল করেন, খানিকটা পদ্মফুলের মতো দেখতে একটি ট্যাটু রয়েছে বিরাটের ডান হাতে। কী কারণে ডান হাতে নতুন ট্যাটু আঁকিয়েছেন কিং কোহলি, সেই তথ্য ফাঁস করেন তাঁর ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালী। দুই দফায় মোট ১৪ ঘণ্টা ধরে নতুন ট্যাটুটি আঁকিয়েছিলেন বিরাট। নতুন ট্যাটুর সঙ্গে তাঁর আধ্যাত্মিকতার যোগ রয়েছে। ট্যাটু আর্টিস্টের মতে, আধ্যাত্মিকতা ও সর্বশক্তিমানের সঙ্গে বিরাটের যোগের কথাই ফুটে উঠেছে এই ট্যাটুতে।
লর্ড শিবা ট্যাটু: দেবাদিদেব মহাদেব প্রলয়ের প্রতীক। কোহলির শরীরে বর্তমান ধ্যানরত শিব। তবে কেন এমন ট্যাটু করিয়েছেন কিং? এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিজের মধ্যে যে কোনও মন্দকে ধ্বংস করতে চান। সেই কারণেই এমন ট্যাটু।
জাপানি সামুরাই ট্যাটু: জাপানি সামুরাইয়ের বড়সড় ট্যাটু রয়েছে কোহলির বাঁহাতে। সামুরাইরা জাপানের অভিজাত যোদ্ধা গোষ্ঠী। সমাজে তাঁদের কদর ছিল। কোহলির হাতের এই ট্যাটু সামুরাইয়ের বুশিডো কোডের উপর ভিত্তি করে তৈরি। যোদ্ধা হওয়ার সাতটি গুণের কথা ব্যাখ্যা করে এই ট্যাটু। জি (বিচার), ইউ (সাহস), রেই (ভদ্রতা), জিন (উদারতা), মেইয়ো (সম্মান), মাকোটো (সততা) এবং চুগি (আনুগত্য)।
মায়ের নামে ট্যাটু: বরাবরই তিনি 'মা কা লাডলা'। ম্যাচ সেরা হলেই মাকে বিশেষ উপহার দেন। মা সরোজের নামে ট্যাটু রয়েছে বিরাটের হাতে। কোহলির জীবনে মায়ের ভূমিকা কতখানি, সেটা বোঝাতেই এই ট্যাটু করিয়েছেন ভিকে।
বাবার নামে ট্যাটু: মায়ের মতো বাবার নামেও ট্যাটু রয়েছে কোহলির হাতে। সেই ট্যাটুর নাম 'প্রেম'। তাঁর বাবার নাম প্রেমনাথ কোহলি। সেখান থেকেই এই নাম। আসলে বাবার মৃত্যুটা তাঁর জীবনে বড় ধাক্কা। বাবার প্রতি সম্মান জানিয়েই এই ট্যাটু করিয়েছেন কোহলি।
ট্যাটুর নাম '১৭৫': ২০০৮ সালে ১৭৫তম ওয়ানডে ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন কোহলি। সেই বিশেষ নম্বরটি ট্যাটুতে রেখেছেন বিরাট।
'২৬৯' ট্যাটু: ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ২৬৯তম ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। ওয়ানডে'র মতো এই সংখ্যাটিও ট্যাটু করে রেখেছেন কোহলি।
Published By: Prasenjit DuttaPosted: 06:43 PM Jan 14, 2026Updated: 08:02 PM Jan 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
