-
- ফটো গ্যালারি
- Dolon roy in shawl fashion design by irani mitra
শীতের বেলায় দোলন রায়ের শালের বাহার, ডিজাইনার ইরানি মিত্র
রকমারি শালে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
Tap to expand
শীতের বেলায় শালের বাহার নিয়ে এলেন ডিজাইনার ইরানি মিত্র। তাঁর রকমারি শালে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী দোলন রায়।
Tap to expand
শীত মানেই আলমারি-দেরাজ থেকে শীতপোশাক, লেপ-কম্বল বের করার পালা। এখন সোয়েটার-জ্যাকেটের চল বেশি। কিন্তু শালের আভিজাত্যই আলাদা।
Tap to expand
শালের এই আভিজাত্যই নিজের ডিজাইনে তুলে ধরেছেন ইরনি মিত্র। দোলন রায়ের পরা অকার রো শাল জুড়ে রয়েছে তুলসীর বিডস নিয়ে পাতার ডিজাইন আঁকা।
Tap to expand
সাদা শাড়ির উপরে কালো শালের ডিজাইনও বেশ আলাদা। জর্জেট, বেনারসি, ইক্কতের মেলবন্ধন বলা যেতে পারে। লম্বাটে জারদৌসি কাজও রয়েছে।
Tap to expand
সাদা-কালো-মেরুণের মিশেলে তৈরি শালটিও দুরন্ত। কালো জরি-পুঁতির কাজের পাশাপাশি জামেওয়ার সিল্কের উপর মিনাকারি কাজও রয়েছে।
Tap to expand
বিয়েবাড়ি হোক বা পার্টি, লাল-সাদা এই শালে জাস্ট জমে যাবে। শুধুমাত্র পাড়টা ভেলভেটের। বাকিটা শুভ্রতায় ভরা। মুক্তোর কাজও রয়েছে। মেকআপ-পল্লবী। ছবি: সিদ্ধার্থ ব্যাস।
Published By: Suparna MajumderPosted: 04:04 PM Dec 14, 2024Updated: 04:19 PM Dec 14, 2024
রকমারি শালে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।