Tap to expand ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। রিখটার স্কেলে ৬.১ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ৯৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
Tap to expand প্রবল কম্পোনে ভেঙে পড়েছে বহু বাড়িঘর। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকে বলে আশঙ্কা। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে পাকতিয়া প্রদেশ। শুধুমাত্র সেখানেও ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জন গিয়েছে।
Tap to expand কম্বলে জড়ানো শয়ে শয়ে মৃতদেহ। বাড়ি বলতে শুধু দেখা যাচ্ছে পাথরের ঢিপি। ভূমিকম্পের কম্পনে আফগানিস্তান যেন নরকে পরিণত হয়েছে। উদ্ধারকাজে আন্তর্জাতিক মঞ্চের কাছে সাহায্য চেয়েছে আফগানিস্তান। ইতিমধ্যে প্রভাবিত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
Tap to expand তালিবান প্রশাসন জানিয়েছে, প্রভাবিত এলাকায় চিকিৎসকদের দল পাঠানো হয়েছে। তবে পাহাড়ের গায়ে অবস্থিত বেশ কয়েকটি গ্রাম অত্যন্ত দুর্গম। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে আরও সময় লাগবে।
Tap to expand আহতদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই আহতদের অনেকেই দেশের অন্তনত হাসপাতালে ভরতি করা হয়েছে।
Tap to expand ভূমিকম্পে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৫০ জন মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।