Advertisement
Emmy Awards 2024: লস অ্যাঞ্জেলসে জমজমাট এমি সন্ধ্যা, দেখে নিন কারা নজর কাড়লেন ?
টেলিভিশনের দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি।
টেলিভিশনের দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি। এবারের এমি পুরস্কার সন্ধ্য়ায় সঞ্চালক হিসেবে দেখা গেল বীর দাসকে। এমির মঞ্চে নিজের ছন্দেই নজর কাড়লেন বীর।
এমিকে টেলি দুনিয়ার অস্কারও বলা যেতে পারে। লস অ্যাঞ্জেলেসে ২০২৪-এর এমি পুরস্কার ঘোষণা হয়ে গেল তারকাখচিত আসরে।
এমির মঞ্চে জয়জয়কার শোগুনের। সামন্ততান্ত্রিক জাপানে যুদ্ধরত রাজবংশের গল্প বলে শোগুন। সব মিলিয়ে রেকর্ড ১৮টা পুরস্কার জিত শোগুন, যা এমির ইতিহাসে আগে ঘটেনি।
Published By: Akash MisraPosted: 07:59 PM Sep 16, 2024Updated: 08:05 PM Sep 16, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
