Advertisement
হাঁটুর বয়সি মিয়া খলিফায় মজেছেন একাত্তরের 'মিস্টার বিন'? নেটভুবনে শোরগোল ছবি ঘিরে
দক্ষিণ ফ্রান্সে একান্তে সময় কাটাচ্ছেন দুই সেলেব্রিটি! এমনটাই শোনা যাচ্ছে। সোশাল মিডিয়ায় তাঁদের নানা ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
চুটিয়ে প্রেম করছেন মিয়া খলিফা ও রোয়ান অ্যাটকিনসন! নেটভুবনে ছড়িয়ে পড়েছে তাঁদের নানা ছবি। যাকে ঘিরে সরগরম সোশাল মিডিয়া। ৩২-এর পর্ন তারকা ও ৭১ বছরের ডাকসাইটে অভিনেতার মধ্যে সম্পর্কের রসায়ন ঘিরে বাড়ছে শোরগোল।
মিয়া খলিফা এক লেবানিজ-মার্কিন সোশাল মিডিয়া পার্সোনালিটি। তিনি প্রাক্তন পর্ন তারকাও বটে। যদিও তিনি ২০১৪ সালে মাত্র তিন মাসের জন্য নীল ছবির শুটিং করেছিলেন। তাতেই তিনি হয়ে ওঠেন সকলের পরিচিত মুখ। বিতর্কের কেন্দ্রে থাকা এই মানুষটিকে নেটভুবনে সকলেই চেনেন।
অন্যদিকে রোয়ান অ্যাটকিনসন একজন ব্রিটিশ অভিনেতা। 'ব্ল্যাকাডার' ছাড়াও গোয়েন্দা কমেডি সিরিজ 'জনি ইংলিশ' করে তিনি সকলের নজর কাড়েন। তবে যে চরিত্রটির জন্য তিনি গোটা বিশ্বে সমাদৃত সেই চরিত্রটা 'মিস্টার বিনে'র।
সেই হিসেবে দেখলে মিয়া ও অ্যাটকিনসন একেবারে ভিন্ন মেরুর বাসিন্দা। তাঁদের মধ্যে প্রায় কোনও মিলই নেই। এবার সেই দু'জনকে দেখা যাবে একসঙ্গে। অন্তত গুঞ্জন সেরকমই ছড়িয়েছে। আর এই দাবিকে জোরাল করছে দু'জনের একসঙ্গে রকমারি ছবি। যা দেখে বহু নেটিজেন নিশ্চিত, দু'জন সম্ভবত প্রেম করছেন চুটিয়ে!
দেখা গিয়েছে, কেউই এই বিষয়ে কোনও মুখ খোলেননি। ফলে বিষয়টা ছিল জল্পনার মধ্যেই। কী করে তাঁদের সম্পর্ক ঘনাল, তা নিয়ে আলোচনা চলছেই।
Published By: Biswadip DeyPosted: 08:44 PM Jan 20, 2026Updated: 10:04 PM Jan 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
