Advertisement
৪৩ বছরেই প্রয়াত ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার কাকা! কেন ছড়াল ভুয়ো খবর?
ব্রাজিলীয় ফুটবলার একসময় ছিলেন ভক্তদের নয়নমণি।
বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা। ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি। মাঝমাঠে তাঁর স্কিলের ঝলক ভক্তদের মুগ্ধ করে রাখত। কিন্তু আচমকাই রটে গিয়েছে ব্রাজিলের ফুটবলার কাকা নাকি প্রয়াত। সত্যিই কি তাই? জানুন সত্যিটা।
বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক ছড়িয়ে রয়েছে কাকার। বিশেষ করে যাঁরা এই শতকের শুরুর দিকে ফুটবল দেখেছেন। ব্রাজিলীয় মিডফিল্ডারের পায়ের জাদু দেখার জন্য অপেক্ষা করে থাকতেন ফুটবলভক্তরা।
স্বাভাবিকভাবেই তাঁর 'প্রয়াণের' খবরে মন ভাঙে ভক্তদের। সম্প্রতি সোশাল মিডিয়ায় রটে গিয়েছে, কাকার মৃত্যু ঘটেছে। এই নিয়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। কোথাও তো আবার আগ বাড়িয়ে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কাকা।
তবে সত্যিটা হল, এই ধরনের পোস্ট ভুয়ো। কাকা প্রয়াত হননি। ৪৩ বছর বয়সি প্রাক্তন ফুটবলার দিব্যি রয়েছেন। এমনকী মাঝেমধ্যে প্রীতি ম্যাচে মাঠে নামেন। ফলে তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুল।
১৯৮৩ সালে ব্রাজিলে জন্ম। ক্লাব জীবনে সাফল্যের ছড়াছড়ি। ব্রাজিলের হয়েও বিশ্বকাপ জিতেছেন। কিন্তু চলতি বছরের শুরুতেই ভুয়ো খবর ছড়াতে থাকে। যা দেখে বেজায় চটেছেন ভক্তরা। তবে কাকা নিজে এই বিষয়ে মুখ খোলেননি।
২০০৫ সালে ছোটবেলার বান্ধবী ক্যারোলিন সেলিসোর সঙ্গে বিয়ে হয়। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁদের। তবে ২০০৫ সালে সোশাল মিডিয়ায় উভয়ই বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে দেন।
কিন্তু কেন সম্পর্ক ভাঙল? সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ায়, তাঁর স্ত্রী নাকি বলেছেন, কাকা খুব ভালো বলেই বিবাহ বিচ্ছেদ করেছেন। এত ভালো মানুষের সঙ্গে নাকি থাকা যায় না। তবে তাঁর স্ত্রী পরে জানান, তিনি এই ধরনের কোনও মন্তব্য করেননি।
২০০০ সালে সাও পাওলোর হয়ে অভিষেক হয় কাকার। তারপর এসি মিলানে যোগ দেন। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন। ৬ বছর এসি মিলানে ১৯৩টি ম্যাচে ৭০টি গোল করেছেন। সেই সময় ইটালির দলটি ছিল অপ্রতিরোধ্য। চ্যাম্পিয়ন্স লিগ, সিরি আ, সুপার কাপ, ক্লাব সুপার কাপ জিতেছেন।
ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৯টি। হলুদ জার্সিতে রোনাল্ডো, রোনাল্ডিনহো, আদ্রিয়ানো, কাফুরা তাঁর সতীর্থ ছিলেন। এই শতকের প্রথম দশকের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন কাকা। শুধু ফুটবলের স্কিল নয়, তাঁর রূপেও মুগ্ধ ছিলেন অনেকে।
Published By: Arpan DasPosted: 04:38 PM Jan 13, 2026Updated: 04:38 PM Jan 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
