-
- ফটো গ্যালারি
- Forest festival organized by west bengal vigyan mancha
'যদি হও সুজন, করো বনসৃজন', বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালিত হল বনমহোৎসব
প্রায় ৩০০ ছাত্রছাত্রী বৃক্ষ বিতরণে অংশগ্রহণ করে।
Tap to expand
'যদি হও সুজন করো বনসৃজন'- এই ট্যাগ লাইন নিয়ে প্রতিবছরের মতো এবছরও মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালন করা হল বনমহোৎসব।
Tap to expand
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের-সহ সভাপতি তপন সাহা ও কলকাতা জেলার সম্পাদক শেখ সোলেমান।
Tap to expand
মঙ্গলবার, বেথুন স্কুল ও বিধান সরণী সংলগ্ন স্থানে উৎসবটি পালন করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটি (হেদুয়া)।
Tap to expand
এই বনমহোৎসবে অংশগ্রহণ করে বেথুন কলেজিয়েট স্কুল, আহেরিটোলা বঙ্গ বিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন, টাউন স্কুল, আর. এন . সিং মেমোরিয়াল স্কুল, এথেনিয়াম স্কুল, রঘুমল আর্য বিদ্যালয়, আর্যকন্যা মহাবিদ্যালয়-সহ একাধিক স্কুলের পড়ুয়া।
Tap to expand
সব মিলিয়ে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী এই উৎসবে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের-সহ সভাপতি তপন সাহা মহাশয় ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান।
Tap to expand
ছাত্রছাত্রীরা পথ চলতি মানুষের হাতে প্রায় ৫০০ চারা গাছ তুলে দেয়।
Tap to expand
এই কর্মসূচি ঘিরে পড়ুয়াদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Published By: Subhankar PatraPosted: 08:05 PM Jul 30, 2024Updated: 09:14 PM Jul 30, 2024
প্রায় ৩০০ ছাত্রছাত্রী বৃক্ষ বিতরণে অংশগ্রহণ করে।