Advertisement
পাক ক্রিকেটে ফের পরকীয়া! তৃতীয় সন্তান জন্মের পরই সুন্দরী ইনফ্লুয়েন্সারের প্রেমে হাবুডুবু তারকা
ইমরান খান থেকে শোয়েব মালিক-পরকীয়ায় জড়িয়ে পড়া পাক ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়।
ইমরান খান থেকে শোয়েব মালিক-পরকীয়ায় জড়িয়ে পড়া পাক ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। একাধিকবার বিয়ের পিঁড়িতেও বসেছেন তাঁরা।
এবার পরকীয়ায় জড়ানো পাক ক্রিকেটারদের তালিকায় যুক্ত হল ইমাদ ওয়াসিমের নাম। পাক ক্রিকেটমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে ইমাদের বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।
সূত্রের খবর, নাইলা রাজা নামে এক সোশাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারের সঙ্গে জড়িয়ে পড়েছেন ইমাদ। স্ত্রীকে ছেড়ে প্রাক্তন পাক ক্রিকেটার এখন নাইলার সঙ্গে থাকছেন বলেও শোনা যাচ্ছে।
সোশাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী, নাইলা পেশায় আইনজীবী। সঙ্গে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেও যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। এছাড়াও নানা সামাজিক ইস্যুতেও সরব হতে দেখা গিয়েছে নাইলাকে।
নাইলার নাম না করলেও ইমাদকে একহাত নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন সানিয়া। তাঁর বার্তা, "কেউ নীরব মানে এই নয় তার কাছে প্রমাণ নেই। ঠিক সময়ে মুখ খুলব।
এই পোস্টের কয়েকদিন আগেই জন্ম নেয় ইমাদ-সানিয়ার তৃতীয় সন্তান। পুত্রের জন্মের পরেও ইঙ্গিতবাহী পোস্ট করেন সানিয়া। তখন থেকেই ইমাদের পরকীয়ায় জড়ানোর জল্পনা ছড়িয়েছিল।
পরকীয়া বিতর্কের মধ্যে সোশাল মিডিয়ার বায়ো বদলে ফেলেছেন সানিয়া। আগে তাঁর ইনস্টাগ্রামে লেখা ছিল, ইমাদ ওয়াসিমের স্ত্রী। কিন্তু এখন সেটা পালটে নিজের সন্তানদের নাম লিখেছেন।
ইমাদের যাবতীয় ছবিও নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন সানিয়া। তবে ইমাদের প্রোফাইলে এখনও সানিয়ার ছবি রয়েছে। একে অপরকে সোশাল মিডিয়াতেও ফলো করেন।
ইমাদের পরকীয়া বিতর্ক শুরু হয় দিনকয়েক আগে একটি ভাইরাল ভিডিও ঘিরে। সেখানে দেখা যায়, লন্ডনের পথে এক রহস্যময়ীর সঙ্গে হাঁটছেন ইমাদ। অনেকেই অনুমান করেন, ওই রহস্যময়ী আসলে নাইলা।
Published By: Anwesha AdhikaryPosted: 07:55 PM Jul 23, 2025Updated: 07:55 PM Jul 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
