Advertisement
বন্ধুত্ব দিবস ২০২৫: কোন রাশির সঙ্গে আপনার বন্ধুত্ব হবে পোক্ত! বন্ধু রাশি কে কে?
জেন নিন কোন জুটিতে কোন কোন রাশি!
সত্যিকারের বন্ধু পাওয়া কম ভাগ্যের কথা নয়। যেকোনও বিপদে পাশে পাওয়া ও মন খুলে নিজের সমস্যার কথা জানানোর মতো প্রকৃত বন্ধুকে খুঁজে পাওয়া মুশকিল। তবে, জ্যোতিষশাস্ত্র মতে, কোন রাশির সঙ্গে কোন রাশির বন্ধুত্ব অটুট থাকবে সারাজীবন তা জেনে নেওয়া যেতে পারে। এরা হাসি মুখে করতে পারেন অসাধ্য সাধন। ৩ আগস্ট ২০২৫ বন্ধুত্ব দিবসের দিন আসুন জেনে নেওয়া যাক কী কী সেই রাশিগুলি?
মেষ ও সিংহ রাশি: শক্তিশালী জুটি। যেকোনও কাজে একে অন্যকে উৎসাহিত করবে। যেকোনও সমস্যায় পাশে থাকবে একে অপরের। বন্ধুত্বের সম্পর্ককে যেকোনও কিছুর বিনিময়ে রক্ষা করতে তৎপর এই দুটি রাশি।
মেষ ও ধনু রাশি: হঠাৎ করে বন্ধুত্বে জড়িয়ে পড়বেন। দুজনের ওয়েভ ম্যাচিং দারুণ। হাসিখুশি ও এক অপরের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা থাকবে। ফলে, সহজে এক অপরকে ছেড়ে যাবে না কেউই।
সিংহ ও মিথুন রাশি: দুজনেই স্বাধীনচেতা। স্বপ্ন দেখতে ভালোবাসেন। নিজেদের ইচ্ছেগুলোকে ভাগ করে নেওয়ায় আনন্দ বাড়বে নিজেদের মধ্যে। আগুন ও জলের মতো একে অপরের বিপরীত হলেও দুজনের বন্ধন থাকবে অটুট।
বৃষ ও কর্কট রাশি: এই রাশির জাতকেরা একে অপরের খুব কাছের বন্ধু হতে পারেন। নিজের গোপনীয় বিষয় একে অন্যের সঙ্গে শেয়ার করে নেন। একে অন্যকে কখনওই এড়িয়ে চলে না।
Published By: Buddhadeb HalderPosted: 07:58 PM Aug 02, 2025Updated: 07:58 PM Aug 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
