Advertisement
আহা, কী ভালো পেগ! ওয়েটারের 'হাতের কাজে' মুগ্ধ হয়ে প্রেমে মজলেন তরুণী
থবিতে ছবিতে সেই মিষ্টি প্রেমের গল্প।
বেড়াতে গিয়ে প্রেমে পড়লেন ব্রিটিশ তরুণী। মজলেন এক ওয়েটারে সঙ্গে। প্রেমে পড়া নতুন নয়। কিন্তু প্রেমে পড়ার কারণটা অদ্ভুত।
বার্মিংহামের বাসিন্দা ২১ বছর বয়সি বেথ উইনস্টোন পরিবারের সঙ্গে গ্রিসে বেড়াতে যান। সেখানেই দেখা হয় ২৫ বছরের গ্যাবরিয়েল আলিয়ার সঙ্গে। তিনি রেস্তরাঁয় কাজ করতেন।
প্রথম দিন থেকেই বেথের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন গ্যাবরিয়েল। দিন দুয়েক পর দুজনে বেড়াতে যান। সেখানেই প্রেমে পড়েন বেথ। কেন?
তরুণী নিজেই জানিয়েছেন, গ্যাবরিয়েল নিজে পেগ বানিয়েছিলেন। মুখে শটস ঢেলে দিয়েছিলেন। তাঁর শটস খাওয়ার স্টাইল আর পেগ বানানো দেখে মজে যান।
যদিও এটাই একমাত্র কারণ নয়। কিছুদিন আগে বেথের সম্পর্ক ভেঙেছিল। 'ব্রেকাপ' হয়েছিল খুব খারাপভাবে। প্রেম থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল তাঁর।
Published By: Paramita PaulPosted: 04:54 PM Jun 26, 2025Updated: 04:54 PM Jun 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
