Advertisement
ট্রেন লাইনে জল, রাস্তা যেন নদী! ক্যামেরাবন্দি কলকাতার জল-যন্ত্রণা
বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা।
সোমবার রাতে প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা এবং শহরতলি। পাঁচঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা। আর এই সময়ে শহরের বিভিন্ন অংশে আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। যা ১৯৭৮ সালের পর রেকর্ড বলছেন আবহাওয়াবিদরা। ফলে কোথাও বুক সমান জল তো কোথাও আবার হাঁটু পর্যন্ত জমে জল। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
রাতভর প্রবল বৃষ্টিতে বিভিন্ন রেল লাইনেও জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে বিঘ্নিত হয় ট্রেন চলাচলও। বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। বহু ট্রেন ধীর গতিতে চলছে। এমনকী বহু ট্রেন বাতিল করা হয়েছে। প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেন চলাচলেও।
প্রবল দুর্যোগে ব্যাহত মেট্রো পরিষেবাও। টানেলে জল ঢুকে যাওয়াতে মেট্রো চলাচলেও বিপত্তি হয়। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলছে ময়দান পর্যন্ত। একদিকে ট্রেন অন্যদিকে, মেট্রো! এমনকী একাধিক রাস্তায় জল জমে দাঁড়িয়ে যাওয়ায় রাস্তায় বাস-অটো এদিন তুলনামূলক অনেকটাই কম। সব মিলিয়ে একেবারে নাজেহাল পরিস্থিতি।
অনেকেই জমা জলের মধ্যেই রিক্সায় চেপে গন্তব্যে পৌঁছতে দেখা যায়। শুধু তাই নয়, জমা জলে অনেকেই দু'চাকার যান নিয়ে সমস্যায় পড়েন। (ছবি-পিটিআই)
শুধু জলযন্ত্রণা নয়। প্রবল বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় গাছও পড়ে গিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
অন্যদিকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগজনক। এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, “এর দায় সিইএসসি-কেই নিতে হবে। এখনই তাঁরা জরুরিভিত্তিতে কর্মীদের নামিয়ে পরিস্থিতি মোকাবিলা করুক।”
অন্যদিকে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকেও বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ প্রশাসনিক প্রধানের। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরবেন না।” শুধু তাই নয়, বেসরকারি সংস্থাগুলোকেও ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জিও জানিয়েছেন প্রশাসনিক প্রধান।
পাশাপাশি সরকারি স্কুলগুলিতে আজ মঙ্গলবার থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ''আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন হচ্ছিল।” তাঁর এই ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানান।
Published By: Kousik SinhaPosted: 04:01 PM Sep 23, 2025Updated: 04:57 PM Sep 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
